কথায় বলে- মানুষের মেজাজ ও গাম্ভীর্য প্রকাশ পায় তার সাজপোশাকে। যদিও সেক্ষেত্রে দামি জামাকাপড় পড়ার কথা বলা হয়না, শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পড়লেই ব্যক্তিত্বের এক অন্য মাত্রা ফুটে ওঠে। পুরুষ হোক বা মহিলা, সকলের ক্ষেত্রেই বিষয়টি কিন্তু একই। তবে শুধুমাত্র পরিষ্কার হলেই হবে না, পরিষ্কারের সঙ্গে ভাঁজহীন জামাকাপড় পরাটাও কিন্তু জরুরি। অনেক পেশায় এই জিনিসটি পালন করা ভীষণভাবে গুরুত্বপূর্ণ।
এইসব কারণেই অনেকেই নিয়মিত শপিং করে থাকেন। কারো কাছে এটা শখ, তো কেউ বাধ্য হয়েই করেন। কিন্তু দিন দিন এভাবে কেনাকাটা করার ফলে আলমারিতে জমতে থাকে পুরানো জামাকাপড়ের পাহাড়। এবার সেগুলিকে কন্ডিশন অনুযায়ী বিক্রি করলে আপনিও তার ভালো দাম পেতে পারেন। কয়েকটি ওয়েবসাইট থেকে পুরানো জামাকাপড় বিক্রি করা যায়। একনজরে দেখে নিন এমন কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে।
● Spoyl: পুরানো জামাকাপড় কেনাবেচার অন্যতম ঠিকানা হল Spoyl। এখানে আপনি পুরানো জামাকাপড় বিক্রিও কোর্টের পারেন এবং কিনতেও পারেন। সেই সঙ্গে প্রসাধনী সামগ্রী কেনাবেচার অপশন রয়েছে এখানে। দরদাম করে কেনার সুবিধাও রয়েছে এই ওয়েবসাইটে। পাশাপাশি কোনো তারকার ব্যবহৃত জামাকাপড় এই ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
● Elanic: এটিও পুরানো জামাকাপড় কেনা ও বিক্রি করার দারুন ওয়েবসাইট। এখানেও দরদাম করে পুরানো জামাকাপড় যেমন কিনতে পারবেন, তেমনই আপনার ব্যবহৃত জামাকাপড় বিক্রির সুবিধাও পাবেন। এখানেও সেলিব্রিটিদের জামাকাপড় কেন যায়।
● Etashee: শুধুমাত্র ফ্যাশন পোশাক পরিচ্ছদ কেনাবেচা করার একটি অনন্য ওয়েবসাইট এটি। এর মাধ্যমে ভালো ব্যাবস্থাপনার মাধ্যমে আপনি আপনার ব্যবহৃত জামাকাপড় বিক্রি করতে পারবেন। একইসঙ্গে আপনি চাইলে অন্যের থেকে পুরানো জামাকাপড় দরদাম করে কিনে নিতেও পারবেন।
● Refashioner: এই ওয়েবসাইট থেকে পুরানো জামাকাপড়ের পাশাপাশি আপনি বিভিন্ন প্রসাধনী ও পুরানো ব্যাগ ও জুতো কিনতে ও বিক্রি করতে পারবেন। সরাসরি ক্রেতা বা বিক্রেতার সঙ্গে দরদাম করা যায় এই ওয়েবসাইট থেকে। এমনকি সেলিব্রিটিদের পুরানো জামাকাপড় বিকিকিনির ব্যবস্থাও রয়েছে এই ওয়েবসাইটে।