প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Hair Loss: জবা গাছের পাতায় বন্ধ হবে চুল পড়ার সমস্যা, কিভাবে! জেনে নিন সঠিক উপায়

আজকাল অল্প বয়সে চুল পড়া যেন একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুরুষদের কাছে। আজকাল সব জায়গাতেই অনেক মানুষের মাথায় টাক দেখা যায়। এমনকি এটি এখন কোনো বয়স মানে না। আজকাল…

Published By: Debaprasad Mukherjee | Published On:

আজকাল অল্প বয়সে চুল পড়া যেন একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুরুষদের কাছে। আজকাল সব জায়গাতেই অনেক মানুষের মাথায় টাক দেখা যায়। এমনকি এটি এখন কোনো বয়স মানে না। আজকাল কম বয়সী পুরুষদের মধ্যেও চুল পড়ে টাক হয়ে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। শীতকালে এই সমস্যা বেড়ে যায় কয়েকগুণ। অনেক টোটকা প্রয়োগ করেও এর থেকে মুক্তি মেলে না।

তবে এই নিবন্ধে একটি এমন উপায় নিয়ে আলোচনা হবে, যার মাধ্যমে সহজেই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর সেই উপায়টি হল জবা ফুলের পাতা। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই! তাহলে হয়তো আপনার এটা জানা নেই যে জবা গাছের পাতায় রয়েছে ভিটামিন সি ও এ, আলফা হাইড্রোক্সিল এবং অ্যান্টি অক্সিডেন্ট। আর এই সব উপাদানগুলি চুলের পক্ষে দারুন উপকারী। তাই জবা গাছের পাতাকে নানাভাবে ব্যবহার করে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এখন একনজরে দেখে নিন কিভাবে ব্যবহার করবেন এটিকে।

● জবা পাতা ও মধুর মিশ্রণ: জবা পাতা দিয়ে চুল পড়া রোধ করতে হলে তার সঙ্গে মিশিয়ে নিতে হবে মধু ও দুধ। জবা পাতা বেটে পরিমান মতো দুধ ও মধু মিশিয়ে সেই মিশ্রণ স্নানের ১৫ মিনিট আগে চুলে লাগিয়ে রাখুন। প্রতিদিন এটি করলে যেমন চুল পড়া বন্ধ হবে, তেমনই চুলের জেল্লা বাড়বে।

● জবা পাতা ও হেনা পাউডারের মিশ্রণ: হেনা পাউডার দিয়েও চুলের রং ও পুষ্টি বজায় রাখা যায়। এর জন্য প্রথমেই জবা পাতার পেস্ট তৈরি করে নিন। এবার সেটির সঙ্গে অল্প হেনা পাউডার ও একটু নারকেল তেল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলে পাক ধরার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

● জবা পাতা ও পেঁয়াজের রসের মিশ্রণ: পেঁয়াজ যে চুলের জবয় কতটা উপকারী, তা কারো অজানা নয়। তাই জবা পাতার রসের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে চুকের স্ক্যাল্পে লাগালে চুলের পুষ্টি বৃদ্ধি পায়। এর জন্য ৫ টি জবা পাতা বেটে তার থেকে রস বের করে নিন। এরপর পেঁয়াজের রস বের করে দুটিকে মিশিয়ে ব্যবহার করুন নিয়মিত।

Disclaimer: প্রতিবেদনটি তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। যেকোনো শারীরিক সমস্যায় আগে বিশেষজ্ঞর পরামর্শ নিন।