প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Hair Care: চুলের হারানো জেল্লা ফিরবে কয়েকদিনে, এই উপায়ে বন্ধ হবে চুল পড়ার সমস্যাও

পুরুষ হোক বা নারী, নিজের প্রতি যত্নশীল আজ সকলেই। রাস্তাঘাটে দশজনের একজন হওয়ার ইঁদুর দৌড়ে আজ সবাই দৌড়াচ্ছে। আজকাল শুধু মহিলারা নয়, সৌন্দর্য রক্ষায় তৎপর পুরুষরাও। চুল থেকে ত্বক, সবকিছুর…

Published By: Debaprasad Mukherjee | Published On:

পুরুষ হোক বা নারী, নিজের প্রতি যত্নশীল আজ সকলেই। রাস্তাঘাটে দশজনের একজন হওয়ার ইঁদুর দৌড়ে আজ সবাই দৌড়াচ্ছে। আজকাল শুধু মহিলারা নয়, সৌন্দর্য রক্ষায় তৎপর পুরুষরাও। চুল থেকে ত্বক, সবকিছুর প্রতি যত্নশীল ছেলেরাও। কিন্তু এই যত্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শীতকাল। শীতকালে যেমন রুক্ষ্ম হয়ে যায় ত্বক, তেমনই আবার চুলেও দেখা দেয় নানা সমস্যা। খুশকির সমস্যায় যেমন ভোগেন অনেকে, তেমনই আবার চুল পড়ার সমস্যা অনেককেই বিব্রত করে।

আজকাল চুল পড়া যেন একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুরুষদের কাছে। আজকাল সব জায়গাতেই অনেক মানুষের মাথায় টাক দেখা যায়। এমনকি এটি এখন কোনো বয়স মানে না। আজকাল কম বয়সী পুরুষদের মধ্যেও চুল পড়ে টাক হয়ে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। অনেক টোটকা প্রয়োগ করেও এর থেকে মুক্তি মেলে না। তবে এই নিবন্ধে একটি এমন উপায় নিয়ে আলোচনা হবে, যার মাধ্যমে সহজেই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। একইসঙ্গে এই উপায়ে চুলের জেল্লা বাড়ে।

চুলের যত্নে ঘি একটি অত্যন্ত উপকারী সামগ্রী। ঘিয়ের সাহায্যে একদিকে যেমন চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, তেমনই আবার চুলের জেল্লা ফিরিয়ে আনতেও ঘিয়ের বিকল্প নেই। আপনার চুল পড়ার বা চুল পাতলা হওয়ার সমস্যা রয়েছে, তারা প্রতিদিন এক চামচ ঘি হাতে নিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করতে পারেন। এই কাজটি রাতে করতে হবে। সারারাত রেখে সকালে শ্যাম্পু নিয়ে ধুয়ে ফেলতে হবে। এর ফলে গিয়ে থাকা প্রচুর পরিমানে উপকারী ফ্যাটি এসিড চুলের গোড়ায় গিয়ে চুলের স্ক্যাল্পকে মজবুত করে। এতে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও এর ফলে পাতলা চুল ঘন হবে অনেকটা। পাশাপাশি, এটি করলে টাক পরে যাওয়ার সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

আজকাল যারা বাইরে ঘোরেন, তাদের চুলের গোড়ায় ময়লা জমে যায়। কারণ বাইরে উড়তে থাকা ধুলো চুলে লেগে ঘামের সঙ্গে মিশে সেটি চুলের গোড়ায় গিয়ে জমে যায়। এর ফলে চুলের অপুষ্টি ক্রমে বাড়তে থাকে। আর দীর্ঘদিন এটা ঘটতে থাকলে চুলের জেল্লা নষ্ট হয়ে যায়। তবে এর থেকে মুক্তি দেবে ঘি। রোজ ঘি দিয়ে চুলে ম্যাসাজ করলে চুলের পুষ্টি ফিরে আসবে। একইসঙ্গে চুলের জেল্লা বাড়বে দিন দিন। তাই চুল নিয়ে টেনশনে থাকলে এই কয়েকটি টোটকা প্রয়োগ করুন। সমস্যা দূর হবার নিমেষে।

Disclaimer: প্রতিবেদনটি তথ্যভিত্তিক। বাস্তবে যেকোনো সমস্যায় আগে বিশেষজ্ঞর পরামর্শ নিন।