বাংলায় এখন তাপপ্রবাহ চললেও উৎসবের কমতি নেই। তাই এখন একদিকে যেমন চলছে নববর্ষের উৎসব, অন্যদিকে তেমনই পালিত হচ্ছে নবরাত্রি উৎসব। বছরে মূলত দু’বার নবরাত্রি পালিত হয়। একটি হল শারদ নবরাত্রি, যা পালিত হয় দুর্গাপুজোর সময়, অর্থাৎ শরৎ কালে। আরেকটি নবরাত্রি পালিত হয় বসন্তকালে, অর্থাৎ চৈত্র মাসে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই নবরাত্রির নবম দিন অর্থাৎ নবমী তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান রাম। তাই এই বাসন্তী নবরাত্রির গুরুত্ব অনেকটাই বেশি। তাই এই সময়ে তুলসী গাছের বেশ কিছু উপাচার জীবনের উপর ভালো প্রভাব ফেলতে পারে।
সনাতন হিন্দু ধর্মে বিভিন্ন গাছ, পশু পাখিকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বট, অশ্বত্থ প্রভৃতি গাছকে দেবতা হিসেবে পুজো করা হয়। তেমনই একটি গাছ হল তুলসী। ভগবান বিষ্ণুর ঘনিষ্ঠ বলে ধরা হয় তুলসীকে। তাই বিষ্ণুর পায়ে তুলসী দিয়ে পুজো করা হয়। অন্যদিকে তুলসীগাছে রোজ জল দিলেও বাড়িতে বিষ্ণুর বাস হয় বলে মনে করেন অনেকেই। একইসঙ্গে তুলসী গাছের যত্ন ও উপাসনা করলে ভগবান বিষ্ণুর কৃপালাভ হয় বলেও মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। এখন একনজরে দেখে নিন যে এই নবরাত্রির সময় তুলসী গাছের কি কি উপাচার করলে ভালো ফল পাওয়া যায়।
● নতুন তুলসী গাছ লাগানো: আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে, তাহলে এই নবরাত্রির সময় বাড়িতে তুলসী গাছ লাগানো যেতে পারে। এই সময়টা তুলসী গছ লাগানোর জন্য শুভ। তাই এই সময়েই বাড়িতে নতুন গাছ এনে লাগিয়ে ফেলুন।
● তুলসী গাছে জল দেওয়া: নবরাত্রির সময় তুলসী গাছে জল দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে গৃহের উপর প্রসন্ন হন ভগবান বিষ্ণু। একইসঙ্গে, এই কাজ করলে মা দুর্গার কৃপায় দূর হয় নেতিবাচকতা। তবে পুরো বৈশাখ মাস স্নান সেরে তুলসী গাছে জল দিলে তার ভালো প্রভাব পড়ে জীবনের উপর।
● তুলসী গাছের পুজো করা: প্রতিদিন নিয়ম করে তুলসী গাছের পুজো করলে নানা কাজের বাধা বিপত্তি কেটে যায়। একইসঙ্গে নতুন কিছু শুরু করার আগে এই কাজটি নিয়মিত করা উচিত। এতে জীবন থেকে সব নেগেটিভ শক্তি দূর হয়। একইসঙ্গে, নবরাত্রির সময় এই কাজ করলে স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা দূর হয়।
● তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো: নবরাত্রির সময় মা দুর্গার কাছে একটি ও তুলসী গাছের সামনে একটি প্রদীপ জ্বালানো উচিত। এতে মা দুর্গার কৃপায় জীবনের সব অন্ধকার কেটে যায়। জীবনে নতুন ভাবনার দ্বার খুলে যায় এর ফলে।
Disclaimer: প্রতিবেদনটি তথ্যভিত্তিক। কোনোরূপ কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয়।