কয়েকদিন আগেই ভারতের সংঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। প্রথমে সোশ্যাল মিডিয়ায়, তারপর কূটনৈতিক মহলে গিয়ে পড়ে বিতর্কের আঁচ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ ভ্রমণকে ঘিরে মালদ্বীপের তিনজন মন্ত্রীর কুরুচিপূর্ণ টুইট যেন এই বিতর্কের আগুনে ঘি ঢেলে দিয়েছিল। আর এই বিতর্কের পর ভারতের তরফে মালদ্বীপ বয়কটের ডাক ক্রমেই জোরালো হতে শুরু করে। এই পর্যায়ে ভারতের বেশ কয়েকটি ট্যুর সংস্থার তরফে মালদ্বীপের ট্যুর বাতিল করে দেয়। বলিউড তারকা থেকে ক্রিকেটার- সকলেই একবাক্যে বলতে শুরু করেন, ছুটি কাটাতে মালদ্বীপ নয়, গন্তব্য হোক ভারতের লাক্ষাদ্বীপ। তারকাদের এই অভিমতে একমত হয়েছিল দেশের আমজনতাও।
আর এবার যে এই বিতর্কের প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে মালদ্বীপের পর্যটন শিল্পের উপর। কারণ এবার ভারত থেকে মালদ্বীপে যাওয়া পর্যটকদের সংখ্যাটা একধাক্কায় নেমে গিয়েছে কয়েকগুণ। অবশ্য বিতর্কের মাঝেই এই বিষয়টির সম্ভাবনা শিন গিয়েছিল। তবে সেই সময় মালদ্বীপ চীনের সঙ্গে বন্ধুত্ব বৃদ্ধি করে চীন থেকে পর্যটক টানার চেষ্টা করতে থাকে। এই অবস্থায় ভারতের সঙ্গে আরও বেশি করে সম্পর্কের অবনতি ঘটে মালদ্বীপের। ভারতের সাধারণ মানুষ অবধি মালদ্বীপকে নিয়ে বিরূপ ধারণা পোষণ করতে শুরু করেন মনের মধ্যে। আর এবার এই ঘটনার ফলাফল এসে গেল সবার সামনে।
সম্প্রতি, মালদ্বীপের পর্যটন মন্ত্রকের তরফে পর্যটকদের সংখ্যার একটি বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। এই তথ্যে কোন দেশ থেকে কত পর্যটক মালদ্বীপে এসেছেন তার একটি ক্রমতালিকাও সাজানো রয়েছে। আর সেই তালিকায় ভারত থেকে যাওয়া পর্যটকদের সংখ্যাটা কমে গিয়েছে উল্লেখযোগ্য হারে। বলা যায়, তিন সপ্তাহ আগে অবধি মালদ্বীপে যাওয়ার যে হিড়িক চোখে পড়ত ভারতীয়দের মধ্যে, তা বর্তমানে কমে গিয়েছে ব্যাপকভাবে। আর সেই কারণেই যেখানে ভারলত থেকে সর্বোচ্চ পর্যটক যেত এই দ্বীপরাষ্ট্রে, সেখানে এখন ভারতের স্থান নেমে হয়েছে পাঁচ। দুই দেশের সম্পর্কের অবনতির কারণেই এই পতন বলে মত বিশেষজ্ঞদের।
এই তথ্য অনুযায়ী, মালদ্বীপে এখন সবথেকে বেশি পর্যটক যাচ্ছে রাশিয়া থেকে। গত তিন সপ্তাহে রাশিয়া থেকে ১৮ হাজার ৫৬১ জন পর্যটক মালদ্বীপে এসেছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। ইতালি থেকে মোট ১৮ হাজার ১১১ জন পর্যটক মালদ্বীপ এসেছেন গত তিন সপ্তাহে। তিন নম্বরে রয়েছে চীন, যে দেশ থেকে গত তিন সপ্তাহে মালদ্বীপ গেছেন ১৬ হাজার ৫২৯ জন পর্যটক। চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড, যে দেশ থেকে গত তিন সপ্তাহে মালদ্বীপে গেছেন ১৪ হাজার ৫৮৮ জন। তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভারত। গত তিন সপ্তাহে মালদ্বীপে গেছেন ১৩ হাজার ৯৮৯ জন ভারতীয় পর্যটক।