বর্তমান সময়ে চাকরির বন্ধন থেকে মুক্তি পেতে চাইছেন বর্তমান প্রজন্মের অনেকেই। তাই আজকালকার দিনে ভারতের নাগরিকদের মধ্যে ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। মূলধন অনুযায়ী পরিসর তৈরি করে সকলেই এখন ব্যবসার কথা চিন্তাভাবনা করছেন। কেউ কেউ যেমন বেশি মূলধন নিয়ে বড়সড় ব্যবসায় নামার কথা ভাবছেন, তেমনই আবার অনেকে ছোটখাটো অঙ্কের মূলধন নিয়ে বিভিন্ন ‘স্টার্ট-আপ’ করার কথা চিন্তাভাবনা করছেন। তাই অনেকের মতে আগামী প্রজন্ম হয়তো ভারতের বুকে এক অন্য স্বনির্ভর শিল্পবিপ্লব দেখতে চলেছে।
কিন্তু ব্যবসা শুরুর জন্য প্রধান যে জিনিসটি দরকার, তা হল মূলধন। তবে এখন এই বিষয়ে উদ্যোক্তাদের উৎফুল্ল করে তুলতে ভারত সরকার ২০১৫ সালে প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ প্রকল্প শুরু করেছে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট (MUD)এবং রিফাইনান্স এজেন্সি লিমিটেডের (RAL) অধীনে ঋণ প্রদানের জন্য ঘোষণা করেছে, যা MUDRA নামেও পরিচিত। তবে এবার এই তালিকায় নাম জুড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। আপনার ব্যবসায় পুরো বিনিয়োগ করবে সরকার। সেই সঙ্গে মিলবে বাড়তি সুবিধাও। এক জরে জেনে নিন এই লোনের বিষয়ে বিস্তারিত।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছর বাজেটে কেন্দ্রীয় সরকার প্রাণী সম্পদ শিল্পের বিকাশের বিভিন্ন উদ্যোগকে সহায়তা করার কথা ঘোষণা করেছে। তারপর রাজ্য বাজেটেও একইরকমের ঘোষণা হয়। জানা গেছে, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ইতিমধ্যে ১০০ জনের তালিকা তৈরি হয়েছে যারা এই লোন পাবেন। আগামীতে রাজ্যজুড়ে এই ব্যবস্থা চালু হয়ে যাবে বলে জানা গেছে। এই লোন পাওয়ার জন্য নিকটবর্তী প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে ২ লক্ষ থেকে ১ কোটি টাকা অবধি লোন পাওয়া যায়।
এই লোনের নানা সুবিধাও রয়েছে। এই ধরণের ব্যবসায় পুরো বিনিয়োগ করবে সরকার। সেই সঙ্গে প্রয়োজনীয় সব জিনিসপত্র বাড়িতে পাঠাবে সরকার। একইসঙ্গে পাঠানো হবে সেইসব সামগ্রী ফিটিং করার জন্য লোক। এছাড়াও যদি কোনো গ্রাহক নির্দিষ্ট সময়ের আগে লোন পরিশোধ করেন তাহলে সুদের উপর ৫০ শতাংশ ছাড় পাবেন তিনি। তবর এক্ষেত্রে গ্রাহকের নির্দিষ্ট খামার থাকা বাঞ্ছনীয়। এছাড়াও গ্রাহককে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও বিস্তারিত শর্তাবলী প্রাণী সম্পদ বিকাশের অফিসে মিলবে।