প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

West Bengal: অ্যাকাউন্টে বাড়তি ৪ শতাংশ টাকা পাঠিয়েছে রাজ্য সরকার, আপনিও পেয়েছেন কি!

একদিকে যখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে লাফিয়ে লাফিয়ে, তখনই অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে DA বা মহার্ঘভাতা নিয়ে অসন্তোষ বেড়েই চলেছে। বিগত কয়েকবছর ধরেই বাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

একদিকে যখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে লাফিয়ে লাফিয়ে, তখনই অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে DA বা মহার্ঘভাতা নিয়ে অসন্তোষ বেড়েই চলেছে। বিগত কয়েকবছর ধরেই বাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে DA আন্দোলন দেখা যাচ্ছে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই বিষয়ে একের পর এক সুখবর এসেছে চলতি বছরে। শোনা যাচ্ছে, লোকসভা ভোটের আগেই ফের একবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে। জানা যাচ্ছে, এবার তাদের মহার্ঘভাতা ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৬ শতাংশ থেকে পৌঁছে যাবে ৫০ শতাংশে।

এদিকে বকেয়া DA-র দাবিতে সরকারি কর্মীদের আন্দোলন হয়েছে দীর্ঘদিন ধরে। এমনকি কেন্দ্রীয় সরকারের প্রদত্ত মহার্ঘভাতার হারে রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন লড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের তিনটি সংগঠন। এই সংক্রান্ত মামলাও হয়েছে সরকারের বিরুদ্ধে। এর আগে SAT এবং কলকাতা হাইকোর্টের রায় গিয়েছিল কর্মচারীদের দিকে। এবার এই মামলার ঠাঁই হয়েছে সুপ্রিম কোর্টে। এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে সরকারি কর্মচারীরা। আগামী মাসেই এই মামলার রায়দান করতে পারে মহামান্য সুপ্রিম কোর্ট।

আর এই পরিস্থিতির মাঝেই রাজ্য সরকারি কর্মীদের বড় উপহার দিয়ে দিল রাজ্য সরকার। এবার মাস শেষ হতে না হতেই তাদের হাতে এল বাড়তি টাকা। মঙ্গলবার, সকালেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়া হয় তাদের অ্যাকাউন্টে। আর মোবাইলে সেই টাকা ঢোকার ম্যাসেজ দেখেই খুশিতে লাফিয়ে উঠলেন কর্মীদের একাংশ। কারণ মাসের শেষে মাসের বেতন হাতে পাওয়া যেমন একদিকে খুশির একটি বিষয়, তেমনই বেতনে যদি হাতে আসে বাড়তি কিছু টাকা, তাহলে তো আনন্দের হয় অতিরিক্ত। মঙ্গলবার সেটাই ঘটল।

উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মীদের অসন্তোষ কমাতে গতবছর একটি বড় ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন যে, ২০২৪ সালেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হবে। কেন্দ্রের মতোই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা ককরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রাজ্য সরকারি কর্মীরা ৬ শতাংশ হারে ডিএ পেতেন। তবে এবার থেকে এই টাকার পরিমাণ বেড়ে দাঁড়ালো ১০ শতাংশ। আর মঙ্গলবার সকালে এই বাড়তি টাকা পেয়ে গেলেন রাজ্য সরকারি কর্মীরা।