প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Senior Citizen: বৃদ্ধ বয়সের টেনশন ঝেড়ে ফেলুন, পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলেই প্রতি মাসে ঢুকবে সুদ

কর্মজীবনে মানুষ পরিশ্রম করে রোজগার করে। কিন্তু কর্মজীবনের পর আসে অবসর জীবন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে আসে শরীরের কর্মক্ষমতা। তাই সেই সময় কাজকর্ম থেকে বিরতি নিতে হয় কমবেশি সকলকেই।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

কর্মজীবনে মানুষ পরিশ্রম করে রোজগার করে। কিন্তু কর্মজীবনের পর আসে অবসর জীবন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে আসে শরীরের কর্মক্ষমতা। তাই সেই সময় কাজকর্ম থেকে বিরতি নিতে হয় কমবেশি সকলকেই। কিন্তু কাজ বন্ধ মানেই তো রোজগার বন্ধ। অথচ বয়স বাড়লে খরচও কিন্তু বেড়ে যায়। এমন বয়সে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য কর্মজীবনে বিনিয়োগ করা ভীষণ জরুরি। তাই এই বিষয়টি সম্পর্কে কেউ কেউ অবগত হলেও অনেকেই বিষয়টি নিয়ে ভাবেন না তেমন।

কর্মজীবনে বিনিয়োগের ক্ষেত্রে একাধিক অপশন রয়েছে আপনার সামনে। কিন্তু আপনি কোথায়, কেমন, কতদিনের জন্য, কত টাকা বিনিয়োগ করবেন, তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। তবে ঝুঁকি না নিয়ে যারা বিনিয়োগ করতে চান, তারা পোস্ট অফিসকেই ভালো বিকল্প হিসেবে বেছে নেন এককথায়। আর আপনিও যদি পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করার পরিকল্পনা করেন তবে আপনার জন্য একটি দুর্দান্ত খবর রয়েছে। এখন আর বৃদ্ধ বয়সে কারো ওপর নির্ভর করতে হবে না। আপনি সঠিক উপায়ে পোস্ট অফিসে আপনার রোজগারের টাকা বিনিয়োগ করে নিশ্চিত রিটার্ন পাবেন।

পোস্ট অফিসে বিনিয়োগ অনেকেই পছন্দ করেন। কারণ পোস্ট অফিস যেমন নির্ভরযোগ্যতা প্রদান করে, তেমনই সেখানে নিশ্চিত ভালো রিটার্নের সুবিধাও রয়েছে বেশ কিছু স্কিমে। আর এই প্রতিবেদনে আপনাদের জানাবো ‘পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প’ বা MIS সম্বন্ধে। পোস্ট অফিসের এই স্কিমটি আকর্ষণীয় হওয়ার কারণ হল এই স্কিমের সুদ এবং রিটার্নের হিসেব। এই প্রকল্পের অ্যাকাউন্টে বিনিয়োগ করলে সেটি সেভিংস অ্যাকাউন্টের সুবিধা প্রদান করবে, সঙ্গে এর সুদের হার অনেকটাই বেশি। পোস্ট অফিসের এই মাসিক আয় প্রকল্পের ক্ষেত্রে ৭.৪ শতাংশ সুদ দেওয়া হয় ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে। অর্থাৎ এক বছরে আপনার টাকার উপর চারবার সুদ বসবে। তাই অনেকের মতে এই অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টের থেকে দ্বিগুন রিটার্ন পাওয়া যায়।

পোস্ট অফিসের এই স্কিমে, আপনি একক অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। আপনি যদি চান, আপনার মোট মূল পরিমাণ ৫ বছরের মেয়াদপূর্তির পরে ফেরত দেওয়া হবে। একই সময়ে, এটি আরও ৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে। প্রতি ৫ বছর পর, মূল পরিমাণ প্রত্যাহার বা স্কিম বাড়ানোর একটি বিকল্প থাকবে। অ্যাকাউন্টে প্রাপ্ত সুদ প্রতি মাসে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে দেওয়া হয়। পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে বিনিয়োগের উপর টিডিএস কাটা হয় না। তবে আপনার হাতে যে সুদ আসে তা করযোগ্য। তাই অবসর জীবনের জন্য পরিকল্পনা করতে হলে এই দুর্দান্ত বিকল্পকে বেছে নিতেই পারেন।