প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

SBI: ফিক্সড ডিপোজিট অতীত, স্টেট ব্যাঙ্কের এই স্কিমেই ২০ শতাংশের বেশি রিটার্ন, জানেন কিভাবে!

নিজের কষ্টার্জিত টাকাকে ভবিষ্যতের জন্য সুরক্ষিতভাবে সঞ্চয় করার জন্য অনেকেই প্রথম এবং একমাত্র বিকল্প হিসেবে বেছে নেন ফিক্সড ডিপোজিটকে। বেশিরভাগ ফিক্সড ডিপোজিট অন্যান্য বিনিয়োগ ব্যবস্থার তুলনায় একটি সুরক্ষিত রিটার্ন এবং…

Published By: Debaprasad Mukherjee | Published On:

নিজের কষ্টার্জিত টাকাকে ভবিষ্যতের জন্য সুরক্ষিতভাবে সঞ্চয় করার জন্য অনেকেই প্রথম এবং একমাত্র বিকল্প হিসেবে বেছে নেন ফিক্সড ডিপোজিটকে। বেশিরভাগ ফিক্সড ডিপোজিট অন্যান্য বিনিয়োগ ব্যবস্থার তুলনায় একটি সুরক্ষিত রিটার্ন এবং উচ্চ সুদের হার অফার করে। ফিক্সড ডিপোজিট স্কিমগুলি বিস্তৃত বিনিয়োগকারীদের চাহিদা মেটাতে বিভিন্ন মেয়াদ এবং আকারের সাথে আসে। বড় অঙ্কের অর্থকে সুরক্ষিভাবে বিনিয়োগ করার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একদিকে টাকা যেমন সুরক্ষিত থাকে, তেমনই একটি নির্দিষ্ট সময়সীমা অবধি সেই টাকা রাখলেই ভালো সুদ পাওয়া যায়।

নানা ব্যাঙ্ক বা সংস্থায় ফিক্সড ডিপোজিট করা গেলেও State Bank of India-তে এই ধরণের দীর্ঘমেয়াদি বিনিয়োগ বেশি জনপ্রিয়। তার কারণ যেমন একদিকে SBI হল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম, পাশাপাশি এই ব্যাঙ্ক গ্রাহকদের দীর্ঘমেয়াদি এই ধরণের বিনিয়োগে ভালো হারে রিটার্ন পাওয়া যায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেশ কিছু ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে। তবে ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রিটার্ন পাওয়া যায় স্টেট ব্যাঙ্কের অন্য একটি স্কিমে। সেটি সম্পর্কে জেনে নিন এবার।

স্টেট ব্যাঙ্কের এই লাভজনক স্কিম হল SBI Magnum Mid Cap Fund। এটি একটি মিউচুয়াল ফান্ড। এই ফান্ডের টাকা বিনিয়োগ হয় মাঝারি কোম্পানিতে। এই ফান্ডে প্রতি মাসে মাত্র ৫০০ টাকার SIP জমা করতে পারেন। এই ফান্ডে বিনিয়োগে ঝুঁকি রয়েছে কিছুটা। তবে বিগত কয়েকবছর এই ফান্ডে ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে।সূত্র বলছে, এই ফান্ডে বিনিয়োগকারীরা ৪০.৮ শতাংশ অবধি রিটার্ন পেয়েছেন। এদিকে গত ২ বছরের পরিসংখ্যান দেখলে দেখা যাচ্ছে যে এই ফান্ডে ২৪.২ শতাংশ রিটার্ন দেওয়া হয়েছে। এছাড়াও গত ৫ বছরে ২৩.১ শতাংশ রিটার্ন দিয়েছে স্টেট ব্যাঙ্কের এই মিউচ্যুয়াল ফান্ড।

এই ফান্ডে আপনি এককালীন ২৫ হাজার টাকা যদি বিনিয়োগ করেন, তাহলে এই ফান্ড থেকে লাখ লাখ টাকার রিটার্ন পাওয়া সম্ভব। পরিসংখ্যান বলছে এই ফান্ডে এককালীন ২৫ হাজার টাকা বিনিয়োগ করলে প্রায় ৯.৫৮ লাখ টাকার রিটার্ন পাওয়া সম্ভব। গত কয়েকবছরে এই ফান্ড থেকে প্রাপ্ত রিটার্ন দেখলে গড়ে বার্ষিক ২০ শতাংশ রিটার্ন পাওয়া যাবে। এবার একইসঙ্গে ২৫ হাজার টাকা যদি জমা দেওয়া হয়, তাহলে ২০ বছর পর ৯.৫৮ লাখ টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।