প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Salary Hike: ভোটের আগেই পৌষমাস LIC কর্মীদের, বাড়লো বেতন, একসাথে ঢুকবে প্রচুর টাকা

ভারতের বুকে বীমা করার কথা উঠলেই যে নামটি প্রথমে আসে, সেটি হল LIC। LIC বা ভারতীয় জীবন বীমা নিগম ভারতের মধ্যে সবচেয়ে বড় বীমা ও বিনিয়োগকারী সংস্থা। সম্পূর্ণ ভারত সরকারের…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ভারতের বুকে বীমা করার কথা উঠলেই যে নামটি প্রথমে আসে, সেটি হল LIC। LIC বা ভারতীয় জীবন বীমা নিগম ভারতের মধ্যে সবচেয়ে বড় বীমা ও বিনিয়োগকারী সংস্থা। সম্পূর্ণ ভারত সরকারের অধীনস্থ ভারতীয় জীবন বীমা নিগম সরকারের খরচের প্রায় ২৪.৬ শতাংশ পুঁজির যোগান দেয়। বর্তমানে এই সংস্থার স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৩.২৫ ট্রিলিয়ন টাকা। সেই কারণেই এই সংস্থার ব্যাপ্তি রয়েছে দেশজুড়ে। দেশের সব রাজ্যে রয়েছে এই সংস্থার অফিস। বলা যায়, দেশের কোণায় কোণায় ছড়িয়ে রয়েছে LIC।

সেই কারণেই এই সংস্থায় লক্ষ লক্ষ কর্মী কর্মরত রয়েছেন বর্তমানে। সেইসব কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীর মতোই বেতন বা সুবিধা পেয়ে থাকেন এই সংস্থায় নিয়োজিত কর্মীরা। আর সামনেই লোকসভা ভোট। সেই কারণেই দেশের সব স্তরের মানুষকে খুশি করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। আর সেই উদ্যোগের আওতায় রয়েছেন করন্দ্রিয় সরকারের নানা দফতর ও সংস্থায় কর্মরত কর্মীরা। তাই এই স্তরের মানুষদের খুশি রাখতে কেন্দ্র নানা পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে। তবে এবার সেই খুশির মহলে শামিল হবেন LIC-র কর্মীরাও।

সম্প্রতি, কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রকের ঘোষণা এসেছে এই মর্মে। সেই ঘোষণায় জানানো হয়েছে যে এবার LIC-তে কর্মরত কর্মীদের বেতন বাড়ানো হবে। জানা গেছে, এবার থেকে এই সরকারি সংস্থায় কর্মরত কর্মীদের বেতন বাড়ছে ১৭ শতাংশ হারে। এর সুবিধা পাবেন কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীরাও। এর ফলে উপকৃত হবেন দেশের ১.১০ লক্ষ কর্মী এবং প্রায় ৩০ হাজার পেনশনভোগী কর্মী। জানা গেছে, ২০২২ সালের ১ আগস্ট থেকে এই বৃদ্ধি কার্যকর করা হয়েছে। সেই কারণেই এবার অনেকটা বকেয়া টাকা একসাথে পেতে চলেছেন LIC কর্মীরা।

এদিকে চলতি বছরের শুরুতেই যেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসবে এক বড়সড় সুখবর, তা মোটামুটি নিশ্চিত। যদিও গত বছর থেকেই খুশির জোয়ারে ভাসছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কারণ গত বছর মোদি সরকারের কর্মীদের মহার্ঘভাতা একলাফে বেড়েছিল অনেকটা। বছরের প্রথম মহার্ঘভাতা বৃদ্ধির সময় ৪ শতাংশ হারে বেড়েছিল মহার্ঘভাতা। ফলে একলাফে ৪২ শতাংশ থেকে বেড়ে সেটি হয়েছিল ৪৬ শতাংশ। আর তারপর থেকেই এই বছরে ফের একবার এই ভাতা বেড়ে ৫০ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।