কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একাধিক সেক্টরে লক্ষাধিক কর্মী নিযুক্ত আছেন। কেন্দ্র সেক্টর অনুযায়ী বেতনের পাশাপাশি আরো একাধিক ভাতা প্রদান করে থাকে কর্মীদের। পাশাপাশি বেশ কিছু খাতে অনেক সুবিধা পেয়ে থাকেন তারা। একদিকে যেমন মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা বাড়ানো হয় তাদের মহার্ঘভাতা বা ডিএ। একইসঙ্গে বাড়ানো হয় তাদের অন্যান্য ভাতাও। এছাড়াও কেন্দ্রীয় সরকারের একাধিক দফতরের কর্মীরা পেয়ে থাকেন পেনশন। অবসরের পর তাদের এই পেনশন দেওয়া হয়। এছাড়াও গ্রাচুইটির মতো সুবিধাও পেয়ে থাকেন সরকারি কর্মীরা।
২০২৪ সালটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বয়ে আনবে একের পর এক সুখবর। এই বছরই সপ্তম বেতন কমিশনের আওতায় এবার তাদের ডিএ ৫০ শতাংশ অতিক্রম করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে তাদের। সেটি থেকেই বৃদ্ধি পাবে চলতি বছরে। তবে মহার্ঘভাতা বৃদ্ধির সঙ্গে কর্মচারীদের অন্যান্য ভাতাও ৩ শতাংশ বাড়বে বলে খবর মিলেছে। এই কারণেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আসন্ন অর্থবর্ষে। উল্লেখ্য, মহার্ঘ ভাতা ছাড়াও কেন্দ্রীয় কর্মীরা অনেক ধরনের ভাতা পান। এর মধ্যে একটি হল বাড়ি ভাড়া ভাতা।
আশা করা হচ্ছে, শীঘ্রই কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘভাতা ৫০ শতাংশে পৌঁছে যাবে। বর্তমানে ৪৬ শতাংশ হারে মহার্ঘভাতা প্রদান করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। মহার্ঘ ভাতার পাশাপাশি কেন্দ্রীয় কর্মীদের আরও একটি ভাতা বাড়বে। আর সেটি হল বাড়ি ভাড়া ভাতা বা HRA। আর এই বৃদ্ধির পুরোটাই মহার্ঘ ভাতার সাথে সম্পর্কিত। কারণ, এর আগে ২০২১ সালে HRA সংশোধন করা হয়েছিল যখন মহার্ঘ ভাতা ২৫ শতাংশ হয়েছিল। সেই সময় HRA ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। তাই যেহেতু আশা করা হচ্ছে যে শীঘ্রই মহার্ঘভাতা ৫০ শতাংশে পৌঁছাবে, তাই অনেকেই মনে করছেন যে এটি হলে, HRA-তে আবার ৩ শতাংশ সংশোধন করা হবে।
তবে এবার গ্র্যাচুইটি নিয়ে নিয়মের পরিবর্তন করতে চলেছে সরকার। একইসঙ্গে এই নিয়ম বহাল রাখা হবে পেনশন পাওয়ার ক্ষেত্রেও। জানা গেছে, এবার থেকে কোনো সরকারি কর্মচারী তার কর্মস্থল বা দফতরে ভালো আচরণ না করলে তিনি পেনশন ও গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হতে পারেন। শীঘ্রই এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে। এছাড়াও, জানা গেছে, এবার থেকে সরকারি কর্মীরা পিএফ, গ্র্যাচুইটি এবং পেনশনের সুবিধা একসাথে পাবেন না। এই সংশোধনীটি বিধি ১৩-র অধীনে লিপিবদ্ধ করা হয়েছে।