করোনাকালীন সময়ে ভাইরাস সংক্রমণের ভয়ে অনেকেই কাঁচা টাকা লেনদেন বন্ধ করেন। আর এর বিকল্প হিসেবে এই সময় থেকেই জনপ্রিয়তা লাভ করে ক্যাশলেস UPI Payments-এর পন্থা। ব্যাঙ্ক ট্রান্সফারের ঝক্কি না সহ্য করে সহজেই UPI-এর মাধ্যমে টাকা লেনদেনের বিষয়টিকে যেন কয়েকমাসে আপন করে নেয় দেশবাসী। আর সেই কারণেই অল্প সময়ে UPI ব্যবহারকারীর সংখ্যাটা বেড়ে যায় কয়েকগুণ। বর্তমানে পেট্রোল পাম্প থেকে সামান্য পানের দোকানেও রয়েছে UPI পেমেন্টের ব্যবস্থা। নির্দিষ্ট নম্বর দিয়ে যেমন পেমেন্ট করা যায় এই মাধ্যমে, তেমনই আবার QR Code স্ক্যান করেও দেওয়া যায় টাকা। এই প্রক্রিয়াটি ভীষণ সহজ এবং সুরক্ষিত একটি টাকা লেনদেনের পদ্ধতি।
বড় অঙ্কের নোট দিয়ে তা ফেরত যাওয়ার থেকেও কম সময়ে টাকা পাঠানো বা নেওয়া যায় UPI মাধ্যমে। এক্ষেত্রে অনেকেই PhonePe, Google Pay, Amazon Pay সহ নানা মাধ্যম ব্যবহার করে থাকেন। তবে এই বিশেষ পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে সর্বাধিক জনপ্রিয় প্ল্যাটফর্ম হল PayTM। এটি ভারতে তৈরির সর্বপ্রথম UPI পেমেন্ট এপ্লিকেশন হিসেবে আত্মপ্রকাশ করে। দেশের কোটি কোটি মানুষ এই পেটিএম এপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন নানা কাজে। আর এবার এই এপ্লিকেশন ইউজারদের জন্য এসে গেল বড় এক আপডেট।
PayTM এপ্লিকেশন থেকে UPI পেমেন্ট ছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফেসিলিটি পেতেন গ্রাহকরা। পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক থেকে এই ধরণের অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হত গ্রাহকদের। সাধারণ ব্যাঙ্কের তুলনায় পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা ছিল সহজ। তাই এই এপ্লিকেশনের গ্রাহকদের সংখ্যাটা বাড়তে শুরু করে দিনের পর দিন। তবে এবার এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই পড়তে হবে বড় সমস্যায়। কারণ এবার রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা বন্ধ হয়ে যাবে আগামী ২৯ শে ফেব্রুয়ারির পরই।
জানা গেছে, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বড় পদক্ষেপ নিয়েছে। সূত্রের খবর, পেটিএমের অভিভাবক সংস্থা ওয়ান-৯৭ কমিউনিকেশন লিমিটেড এবিং পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড বা PPBL-এর উপর এই নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই। জানা গেছে, আগামী ২৯ শে ফেব্রুয়ারির পর কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্টট্যাগে কোনও টাকা জমা নিতে বা ক্রেডিটে টাকা দিতে পারবে না এই সংস্থা। তাই এই ব্যাঙ্কে যাদের টাকা রয়েছে, তাদের ক্ষেত্রে এইসব পরিষেবা বন্ধ হতে চলেছে। তবে এর প্রভাব UPI পেমেন্টের উপর পড়বে না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।