বর্তমান সময়ে টাকা লেনদেন অনলাইনে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু অনেক জায়গায় অনলাইনে লেনদেন হয়না। সেই কারণে প্রত্যেকের ‘হার্ড ক্যাশ’-এর প্রয়োজন পড়ে কখনো কখনো। যদিও ব্যাঙ্কে লাইন দিয়ে দাঁড়িয়ে টোকা তোলার দিন এখন প্রায় শেষের মুখে। এখন অনেকেই এটিএম কার্ড ব্যবহার করে থাকেন টাকা তোলার ক্ষেত্রে। এর মধ্যে ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড ব্যবহার হয়। বলা যায়, আজকাল সবার হাতেই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড রয়েছে আজকাল। টাকা তোলা ছাড়াও এই ধরণের কার্ড দিয়ে অনলাইনে বিভিন্ন পেমেন্টও করা যায়।
তবে দেশে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড সম্পর্কিত নিয়মগুলি সময়ে সময়ে পরিবর্তিত হতে থাকে। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সমস্ত নিয়ম লাগু করে থাকে। সম্প্রতি ক্রেডিট কার্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট বা নির্দেশিকা জারি করেছে আরবিআই। এই নতুন নিয়মগুলি সমস্ত ধরণের কার্ডধারীদের নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক নিরাপত্তা অভিজ্ঞতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তাই আপনিও যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন, তাহলে আপনারও এমন নিয়মগুলি জেনে রাখা দরকার। তা নাহলে আপনিও সমস্যায় পড়তে পারেন।
আজকাল প্রায় সবার হাতেই পৌঁছে গিয়েছে ক্রেডিট কার্ড। এখন বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের পাশাপাশি বিভিন্ন ফাইন্যান্স সংস্থার তরফেও ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। এক্ষেত্রে কেউ যেমন সিবিল স্কোরের ভিত্তিতে ক্রেডিট কার্ডের অধিকারী হন, কেউ আবার স্থায়ী আমানতের ভিত্তিতে এই কার্ড পেয়ে থাকেন। আবার কারো প্রতি মাসে মোটা অঙ্কের বেতন ঢুকলে তিনিও ক্রেডিট কার্ড পান। কিন্তু এতদিন অবধি ক্রেডিট কার্ড বেছে নেওয়ার অপশন ছিল না গ্রাহকদের কাছে। তবে এবার থেকে গ্রাহকদের এই বেছে নেওয়ার অপশন বাধ্যতামূলকভাবে দিতে হবে বলে ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
বিষয়টি ঠিক কি? আসুন জেনে নিই। এতদিন অবধি ব্যাঙ্ক বা ফাইন্যান্স সংস্থা গ্রাহককে তার আমানত বা বেতন বা অন্য যেকোনো ভিত্তিতে ক্রেডিট কার্ড দিত। তবে সেক্ষেত্রে গ্রাহকের কাছে ‘ভিসা’ বা ‘মাস্টার কার্ড’ বা ‘রূপে’ বা ‘ময়েস্টর’ কার্ড বেছে নেওয়ার অপশন ছিল না। এবার সব ধরণের কার্ডে যেহেতু পরিষেবা আলাদা হয়, তাই এক্ষেত্রে সমস্যায় পড়তে হত গ্রাহকদের। তবে এবার থেকে কার্ড ইস্যু হওয়ার আগে এগুলির মধ্যে পছন্দসই ক্রেডিট কার্ড নির্বাচন করার সুবিধা পাবেন গ্রাহকরা। তাই এটি ক্রেডিট কার্ড গ্রাহকদের কাছে একটি সুবিধাজনক বিকল্প হতে পারে।