বর্তমান সময়ে টাকা লেনদেনের বিষয়টি কমবেশি সকলের কাছেই অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আর এই টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যাংক একাউন্ট থাকাটা খুবই জরুরি একটি বিষয় সকলের কাছেই।বলা যায়, ব্যাঙ্ক একাউন্টের প্রয়োজন সকলেরই পড়ে। সে রোজগারের টাকা সুরক্ষিতভাবে রাখা হোক বা অনলাইনে টাকা লেনদেন কিংবা দূরের কাউকে টাকা ট্রান্সফার করা- এই সমস্ত কাজের জন্য ব্যাঙ্ক একাউন্ট রাখা ভীষণ জরুরি। আর টাকা সঞ্চয় বা বিনিয়োগ করার জন্য এই অ্যাকাউন্ট খুলতে যেতে হয় নানা ব্যাঙ্কে।
আমাদের দেশে এই মুহূর্তে শয়ে শয়ে ব্যাঙ্ক রয়েছে। এর মধ্যে কিছু রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাঙ্ক যেমন রয়েছে, তেমনই কিছু বেসরকারি ব্যাঙ্ক ও সমবায় ব্যাঙ্কও রয়েছে আমাদের দেশে। আর এই সব ব্যাঙ্ককে নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এবার বেশ কিছু ব্যাঙ্ককে জরিমানা করলো রিজার্ভ ব্যাঙ্ক। সঠিক সময়ে হিসাব না দেওয়া, ঝুঁকিপূর্ণ ঋণ দেওয়া, অযোগ্য ব্যক্তিদের ডিরেক্টর পদে স্তবান দেওয়ার অভিযোগে বেশ কিছু সমবায় ব্যাঙ্ককে এই জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে এর ফলে গ্রাহকদের লেনদেনের উপর কোনো প্রভাব পড়বে না বলেই জানা গেছে। একনজরে এবার জেনে নিন কোন কোন ব্যাঙ্ককে জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
● লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড: সঠিক সময়ে বোর্ড অফ ডিরেক্টর গঠন না করা এবং অনিয়ন্ত্রিত ঋণ দেওয়ার অভিযোগে মহারাষ্ট্রের নাসিকের এই সমবায় ব্যাঙ্ককে জরিমানা করেছে আরবিআই। এই ব্যাঙ্ককে ৫৮ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।
● সোলাপুর জনতা সরকারি ব্যাঙ্ক লিমিটেড: এটিও মহারাষ্ট্রের একটি ব্যাঙ্ক যাকে জরিমানা করেছে আরবিআই। ঝুঁকিপূর্ণ ঋণ দেওয়া এবং অযোগ্য ব্যক্তিদের ডিরেক্টর পদে রাখার অভিযোগে মহারাষ্ট্রের এই ব্যাঙ্ককে ২৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
● মথুরা ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাঙ্ক: এটি উত্তরপ্রদেশের একটি ব্যাঙ্ক যাকে জরিমানা করেছে আরবিআই। সম্পত্তি সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে এই সমবায় ব্যাঙ্ককে ১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
● চিকমাগালুর ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাঙ্ক লিমিটেড: কর্ণাটকের এই সমবায় ব্যাঙ্ককে ৫০ হাজার টাকার জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নাবার্ড-এর নির্দেশিকা না মানায় এই ব্যাঙ্কের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
● দিনদিগুল আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড: এটি তামিলনাড়ুর একটি সমবায় ব্যাঙ্ক, যাকে জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ঋণ দেওয়ার নিয়ম ভাঙার অভিযোগে এই ব্যাঙ্ককে জরিমানা করেছে আরবিআই। জানা গেছে, এই সমবায় ব্যাঙ্ককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।