প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Budget-2024: বাজেটে দাম বাড়বে এইসব জিনিসের! এবছর সস্তা হবে সিগারেট সহ বেশ কিছু সামগ্রী!

দেশে লোকসভা নির্বাচন আসন্ন। তাই এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারলো না কেন্দ্রীয় সরকার। কারণ নির্বাচনের বছর যে ধরণের বাজেট পেশ করা হয়, তাকে বলে ভোট অন অ্যাকাউন্ট। সেই মতো…

Published By: Debaprasad Mukherjee | Published On:

দেশে লোকসভা নির্বাচন আসন্ন। তাই এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারলো না কেন্দ্রীয় সরকার। কারণ নির্বাচনের বছর যে ধরণের বাজেট পেশ করা হয়, তাকে বলে ভোট অন অ্যাকাউন্ট। সেই মতো ১ ফেব্রুয়ারি পেশ হল অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট। ভারতীয় সংবিধানের নিয়মানুযায়ী ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে নয়া সরকার গঠিত হওয়ার পর। এই পূর্ণাঙ্গ বাজেটে থাকে গোটা বছরের আয়-ব্যয়ের হিসেব। আর অন্তর্বর্তীকালীন বাজেটে থাকে নয়া সরকার গঠিত হওয়ার সময় পর্যন্ত সম্ভাব্য আয়-ব্যয়ের হিসেব। যদিও পূর্ণাঙ্গ বাজেটে কোন খাতে কত ব্যয় হবে, সরকারের নীতিই বা কী হবে, এসবেরই উল্লেখ থাকে।

সেইমতো বৃহস্পতিবার সংসদ ভবনে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট বক্তৃতায় নারী ক্ষমতায়নের জন্য একাধিক ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিশেষ জোর দেওয়া হল গরিব, যুব, মহিলা, অন্নদাতাদের উন্নয়নে। আয়করের স্ল্যাবে কোনো পরিবর্তন করা না হলেও এবারের বাজেটে নারী উন্নয়নের খাতে একাধিক ঘোষণা হয়েছে। এছাড়াও বাড়ি বাড়ি বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার বিষয়েও ঘোষণা হয়েছে। একইসঙ্গে ক্যানসারের টিকাকরণ নিয়েও ঘোষণা হল এই বাজেটে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই বাজেটের ফলে সাধারণ জনজীবনে কি প্রভাব পড়বে? কোন জিনিসের দাম বাড়বে, কোনটির দাম কমবে? তা এবার দেখে নিন।

এর আগে ২০১৯-২০ অর্থবর্ষের বাজেটে সস্তা হয়েছিল মূল্যের বাড়ি, সেট-টপ বক্স, আমদানি করা প্রতিরক্ষা সরঞ্জাম, ইভি, ক্যামেরা মডিউল, মোবাইল ফোন, ইত্যাদি। এছাড়াও দাম বেড়েছিল পেট্রোল, ডিজেল, আমদানি করা গাড়ি, স্প্লিট এসি, সিগারেট, তামাকজাত পণ্য সহ অনেক কিছুর। একইভাবে ২০২০-২১ অর্থবর্ষের বাজেটে সস্তা জয়েছিল চিনি, স্কিমড মিল্ক, সয়া ফাইবার, সয়া প্রোটিন, অ্যালকোহলযুক্ত পানীয়র। এদিকে এই বাজেটে দাম বেড়েছিল চিকিৎসা সরঞ্জাম, জুতো, আসবাবপত্র, সহ বেশ কিছু জিনিসের। এবার ২০২১-২২ অর্থবর্ষের বাজেটে সস্তা হয় স্বর্ণ, রৌপ্য, চামড়াজাত পণ্য, নাইলনের কাপড়, লোহা, ইস্পাত এবং তামার তৈরি পণ্য। যেখানে দাম বাড়ে মোবাইল ফোন এবং চার্জার, মূল্যবান পাথর সহ বেশ কিছু জিনিসের।

এবার যদি আমরা ২০২২-২৩ অর্থবর্ষ অর্থাৎ গত বাজেটের দিকে তাকাই, তাহলে সেবার সস্তা হয়েছিল ইমিটেশন জুয়েলারি, কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ, কাটা এবং পালিশ করা হিরে, রত্ন। এদিকে দাম বেড়েছিল ছাতা, আমদানি করা আইটেম, মিশ্রিত জ্বালানি, চকোলেট, স্মার্টওয়াচ এবং ইয়ারবাড-এর। আর এবার অর্থাৎ, ২০২৩-২৪ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেটের প্রভাবে সস্তা হতে পারে টিভি, স্মার্টফোন, কমপ্রেসড গ্যাস, চিংড়ি ফিড, ল্যাবে তৈরি হিরে, ইভির জন্য লিথিয়াম-আয়ন সেল তৈরির যন্ত্রপাতি। এদিকে দাম বাড়তে পারে সিগারেট, সাইকেল, ইমিটেশন জুয়েলারি, বিমান ভ্রমণ, বৈদ্যুতিক চিমনি, তামার স্ক্র্যাপ, টেক্সটাইল-এর।