২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশের নাগরিকদের উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্পের ঘোষণা এবং তাদের রূপায়ণের মাধ্যমে বাস্তবায়ন ঘটিয়েছে মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশে চালু হয়েছে একাধিক প্রকল্প। আর এই সব প্রকল্পের সুবিধা পেয়েছেন দেশের সমস্ত স্তরের মানুষজন। এখনো অনেক প্রকল্পের মাধ্যমে দেশের নানা ধরণের মানুষদের উন্নীত করতে সাহায্য করেছে কেন্দ্র সরকার। বলা বাহুল্য, এইসব প্রকল্পের রূপায়ণের মাধ্যমেই দেশের উন্নয়নে এক বড় ভূমিকা নিয়েছে মোদির কেন্দ্রীয় সরকার।
এদিকে ভারতের নাগরিকদের মধ্যে দিনের পর দিন ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। তাই অনেকেই এখন বিভিন্ন ‘স্টার্ট-আপ’ করার কথা চিন্তাভাবনা করছেন। দেশে চাকরির দুরবস্থা থেকেই মানুষের মনে বিগত দশকে এই পরিবর্তন এসেছে বলে দেখা গেছে এক সমীক্ষায়। কিন্তু ব্যবসার কথা ভাবা আর ব্যবসা শুরু করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কারণ ব্যবসা করার কথা ভেবে নেওয়া যায় অনায়াসে, কিন্তু ব্যবসা শুরু করতে গেলে মূলধন হল সবথেকে প্রয়োজনীয় একটি বিষয়। এই মূলধনের অভাবেই অনেকে ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন না।
তবে এবার ভারত সরকার দেশের নিম্নবিত্ত মানুষদের জন্য এমন একটি প্রকল্প এনেছে, যার মাধ্যমে সমাজের এই শ্রেণীর মানুষরাও স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখতে পারবেন। আর এই প্রকল্পটি হল পিএম সূর্য যোজনা। এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি ও তফসিলি উপজাতির মানুষরা নকটুন ব্যবসা বা উদ্যোগ শুরু করার জন্য সহজেই ঋণ পাবেন। অর্থাৎ, এতদিন ঋণের জন্য যেখানে নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের হয়রানি হতে হত, কেন্দ্রের এই প্রকল্পে সেই হয়রানি মিটে যাবে। ফলস্বরূপ হাসি ফুটবে অনেকের মুখেই।
জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্ক এবং বেশ কিছু সংস্থা থেকে লোন পেতে পারবেন তফসিলি জাতি ও তফসিলি উপজাতির মানুষরা। খুব সহজ সুদে এই লোন পাওয়া যাবে। জানা গেছে, সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা অবধি লোন পাওয়ার সুযোগ থাকছে কেন্দ্রের এই প্রকল্পে। এই প্রকল্পে আবেদনের জন্য একটি আলাদা পোর্টাল খোলা হয়েছে বলে জানা গেছে। এই পোর্টাল রয়েছে ‘নমো’ পোর্টালের অধীনে। দেশের ১ লক্ষ পিছিয়ে পড়া যুবক ও যুবতীদের উদ্বুদ্ধ করতে এই প্রকল্পের রূপায়ন ঘটেছে।