প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Pension: অবসর জীবনে মিলবে পুরানো পেনশন ব্যবস্থার টাকা! কেন্দ্র নয়, রাজ্যের কর্মীরা পাবেন সুবিধা

চাকুরিজীবী হোক বা ব্যবসায়ী সকলকেই একটা নির্দিষ্ট বয়সের পর অবসর নিতে হয়। তবে এই অবসর জীবনের কথা ভাবা হয় কিছু কিছু সরকারি ও কিছু বেসরকারি ক্ষেত্রে। তাই চালু হয় পেনশন…

Published By: Debaprasad Mukherjee | Published On:

চাকুরিজীবী হোক বা ব্যবসায়ী সকলকেই একটা নির্দিষ্ট বয়সের পর অবসর নিতে হয়। তবে এই অবসর জীবনের কথা ভাবা হয় কিছু কিছু সরকারি ও কিছু বেসরকারি ক্ষেত্রে। তাই চালু হয় পেনশন ব্যবস্থা। তবে এখন এই পেনশন ব্যবস্থা মোটামুটি বন্ধ হয়ে গেছে বললেই চলে। যদিও এখনও কিছু সরকারি চাকরিতে পেনশন পাওয়া যায়। বাকিগুলোতে সরকার ‘কন্ট্রিবিউটরি পেনশন স্কিম’ চালু করেছে। এছাড়াও বিভিন্ন সরকারি পেনশন স্কিমে টাকা জমিয়ে রেখে পেনশন পাওয়া যায়। কিন্তু পুরানো পেনশন ব্যাবস্থার মতো সুবিধা এখন আর নেই।

আর এবার পশ্চিমবঙ্গের একটি পড়শী রাজ্যের সরকারে পেনশনভোগীদের জন্য এনেছে দারুণ এক সুখবর। বর্তমানে বহু রাজ্যে পুরনো পেনশন প্রকল্প নিয়ে তুমুল বিতর্ক চলছে। অনেক রাজ্যে ওল্ড পেনশন স্কিম (OPS) চালু করা হয়েছে। একই সময়ে, এটি বাস্তবায়ন নিয়ে অনেক রাজ্যে বিতর্ক চলছে। আর এবার সেই বিষয়টি নিয়েই অভিনব পদক্ষেপ নিচ্ছে সিকিমের রাজ্য সরকার। বর্তমানে, সিকিমের রাজ্য সরকার পুরাতন পেনশন প্রকল্পের বিকল্পের দিকে লক্ষ্য রাখছে, যা লক্ষ লক্ষ পেনশনভোগী মানুষকে উপকৃত করতে চলেছে। রাজ্য সরকারের তরফে অবসরপ্রাপ্ত ও বর্তমানে কর্মরত কর্মীদের অবসর জীবনের পর পুরনো পেনশন স্কিমের সমান সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে।

এ বিষয়ে সিকিমের রাজ্য সরকারের পক্ষ থেকে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে বলেই জানা গেছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে এই বিষয়টি। এই রিপোর্টে প্রকাশিত তথ্যানুযায়ী, সিকিম রাজ্যের কিছু সরকারি কর্মচারী এই পুরানো পেনশন ব্যবস্থার সুবিধা পেতে চলেছেন। জানা গেছে, সিকিম রাজ্যের যেসব সরকারি কর্মচারী ২০০৬ সালের ৩১ মার্চের আগে সরকারি চাকরিতে যোগ দিয়েছেন, শুধুমাত্র তারাই পাবেন এই সুবিধা। অর্থাৎ, এইসব কর্মীদেরকেই পুরনো পেনশন স্কিমের আওতায় আনা হবে। আর এই খবর জানিয়েছেন সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারতের মধ্যে প্রথম সিকিমেই এই ব্যবস্থা চালু হতে চলেছে।

তবে এখানে মনে একটা প্রশ্ন আসতেই পারে যে পুরানো পেনশন ব্যবস্থার জন্য এতটা আন্দোলন কেন? নতুন পেনশন ব্যবস্থাতেই কেন এত আপত্তি সরকারি কর্মচারীদের? এই বিষয়টিকে জানতে হলে জানতে হবে দুটি পেনশন সম্পর্কে। উল্লেখ্য, নতুন পেনশন ব্যবস্থায় সেই কর্মীর কত টাকা জমানো হয়েছে, সে কত বছর আগে চাকরিতে যোগ দিয়েছেন, বা তার বিনিয়োগের অবস্থা কি, এসব খুবই গুরুত্বপূর্ণ এবং পেনশনের টাকার পরিমাণ যার উপরেই নির্ভর করে। তবে পুরনো ব্যবস্থায় সেই কর্মীর অবসরের আগে শেষ পাওয়া বেতনের ৫০ শতাংশ পেনশন পাওয়া যায়।