প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Credit Card: ক্রেডিট কার্ডে সুবিধা কমাচ্ছে SBI, ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে এইসব কার্ডের নিয়ম

বর্তমান সময়ে টাকা লেনদেন অনলাইনে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু অনেক জায়গায় অনলাইনে লেনদেন হয়না। সেই কারণে প্রত্যেকের 'হার্ড ক্যাশ'-এর প্রয়োজন পড়ে কখনো কখনো। যদিও ব্যাঙ্কে লাইন দিয়ে দাঁড়িয়ে টোকা…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বর্তমান সময়ে টাকা লেনদেন অনলাইনে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু অনেক জায়গায় অনলাইনে লেনদেন হয়না। সেই কারণে প্রত্যেকের ‘হার্ড ক্যাশ’-এর প্রয়োজন পড়ে কখনো কখনো। যদিও ব্যাঙ্কে লাইন দিয়ে দাঁড়িয়ে টোকা তোলার দিন এখন প্রায় শেষের মুখে। এখন অনেকেই এটিএম কার্ড ব্যবহার করে থাকেন টাকা তোলার ক্ষেত্রে। এর মধ্যে ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড ব্যবহার হয়। বলা যায়, আজকাল সবার হাতেই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড রয়েছে আজকাল। টাকা তোলা ছাড়াও এই ধরণের কার্ড দিয়ে অনলাইনে বিভিন্ন পেমেন্টও করা যায়।

তবে দেশে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড সম্পর্কিত নিয়মগুলি সময়ে সময়ে পরিবর্তিত হতে থাকে। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সমস্ত নিয়ম লাগু করে থাকে। তবে রিজার্ভ ব্যাঙ্ক ছাড়াও অন্যান্য ব্যাঙ্কগুলিও ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন করে থাকে। সম্প্রতি ক্রেডিট কার্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট বা নির্দেশিকা জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১ এপ্রিল থেকে এই নিয়ম জারি হচ্ছে। তাই আপনিও যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন, তাহলে আপনারও এই পরিবর্তন সম্পর্কে জেনে রাখা দরকার। তা নাহলে আপনিও সমস্যায় পড়তে পারেন।

সম্প্রতি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে তাদের বিভিন্ন ক্রেডিট কার্ডে এবার থেকে রিওয়ার্ড পয়েন্ট পাবেন না গ্রাহকরা। যার মধ্যে কিছু কার্ডের ক্ষেত্রে এই নিয়ম লাগু হচ্ছে ১ এপ্রিল থেকে। আবার কিছু কার্ডে ১৫ এপ্রিল থেকে এই নিয়ম লাগু হচ্ছে। ১ এপ্রিল থেকে যেসব ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবেনা সেগুলি হল- এসবিআই কার্ড এলিট, এসবিআই কার্ড এলিট অ্যাডভান্টেজ, এসবিআই কার্ড পালস, সিম্পলি ক্লিক এসবিআই কার্ড, সিম্পলি ক্লিক অ্যাডভান্টেড, কার্ড প্রাইম, কার্ড প্রাইম অ্যাডভান্টেজ, এসবিআই কার্ড প্লাটিনাম, এসবিআই কার্ড প্রাইম প্রো, এসবিআই কার্ড প্ল্যাটিনাম অ্যাডভান্টেজ, ডক্টর এসবিআই, গোল্ড এসবিআই কার্ড, গোল্ড ক্লাসিক এসবিআই কার্ড, গোল্ড ডিফেন্স এসবিআই কার্ড, গোল্ড অ্যান্ড মোর এমপ্লয়ি এসবিআই কার্ড, গোল্ড অ্যান্ড মোর অ্যাডভান্টেজ এসবিআই কার্ড, গোল্ড অ্যান্ড মোর এসবিআই কার্ড, সিম্পলিসেভ এসবিআই ইত্যাদি।

এবার দেখে নিন যে কোন কোন কার্ডে ১৫ এপ্রিল থেকে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবেনা। এই ধরণের কার্ডগুলি হল- এসবিআই প্লাটিনাম কার্ড, এয়ার ইন্ডিয়া এসবিআই সিগনেচার কার্ড, এফবিবি স্টাইলআপ এসবিআই কার্ড, সেন্ট্রাল এসবিআই কার্ড, সেন্ট্রাল এসবিআই কার্ড সিলেক্ট, নেচার বাস্কেট এসবিআই কার্ড, আদিত্য বিড়লা এসবিআই কার্ড সিলেক্ট, বিপিসিএল এসবিআই কার্ড অক্টেন, আইআরসিটিসি এসবিআই কার্ড প্রিমিয়ার, ক্লাব ভিস্তারা এসবিআই কার্ড প্রাইম, লাইফস্টাইল হোম সেন্টার এসবিআই কার্ড, লাইফস্টাইল হোম সেন্টার এসবিআই কার্ড সিলেক্ট, লাইফস্টাইল হোম সেন্টার এসবিআই কার্ড প্রাইম, নেচার বাস্কেট এসবিআই কার্ড এলিট, এবং ফ্যাবইন্ডিয়া এসবিআই কার্ড।