প্রতিটি উপার্জনকারী ভারতীয় নাগরিকের জন্য আয়কর রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক। আয়কর রিটার্ন হল একটি নির্ধারিত ফর্ম যার মাধ্যমে একটি আর্থিক বছরে এক জন ব্যক্তি তাঁর অর্জিত আয়ের বিবরণ জমা দিতে পারেন। এই ধরনের আয়ের উপর প্রদত্ত করের তথ্য আয়কর বিভাগে জানানো হয়। পরবর্তীকালে এটি আয়কর বিভাগ থেকে ‘লস ক্যারি-ফরওয়ার্ড’ এবং ‘রিফান্ড ক্লেম’ করার অনুমতি দেয়। আয়কর আইনের অধীনে, বিভিন্ন শ্রেণির করদাতাদের জন্য রিটার্নের বিভিন্ন ফর্ম নির্ধারিত হয়। আর সবার ক্ষেত্রে রোজহার অনুযায়ী এই আয়করের স্ল্যাবগুলিও আলাদা আলাদা হয়।
বৃহস্পতিবার, সংসদে কেন্দ্রীয় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর এই বাজেট পেশের আগে অনেকেই মনে করেছিলেন যে এই বাজেটে কেন্দ্র আয়করের ক্ষেত্রে ট্যাক্স স্ল্যাবগুলির ক্ষেত্রে কিছু বদল আনতে চলেছে তা অনেকেই অনুমান করেছিলেন। তবে বাজেট ঘোষণায় তেমন কোনো কথা বলেন নি অর্থমন্ত্রী। বরং, স্মাৎ ট্যাক্স স্ল্যাবগুলিকে অপরিবর্তিত রেখেছেন তিনি। আসুন, একনজরে দেখে নিন যে বর্তমানে আয়করের কি নিয়ম জারি রয়েছে দেশে।
● নতুন ট্যাক্স ব্যবস্থা
(১) ৩-৬ লক্ষ টাকার রোজগারের উপর ৫ শতাংশ হারে আয়কর দিতে হবে। [87(A) ধারায় কর ছাড় পাওয়া যায়]।
(২) ৬-৯ লক্ষ টাকার রোজগারের উপর ১০ শতাংশ হারে আয়কর দিতে হবে। [87(A) ধারায় কর ছাড় পাওয়া যায়]।
(৩) ৯-১২ লক্ষ টাকার রোজগারের উপর ১৫ শতাংশ হারে আয়কর দিতে হবে।
(৪) ১২-১৫ লক্ষ টাকার রোজগারের উপর ২০ শতাংশ হারে আয়কর দিতে হবে।
(৫) ১৫ লক্ষ টাকার বেশি রোজগারের উপর ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।
● পুরানো ট্যাক্স ব্যবস্থা:
(১) ২.৫ লক্ষ টাকার রোজগারে কোনো আয়কর দিতে হবেনা।
(২) ২.৫-৫ লক্ষ টাকার রোজগারের উপর ৫ শতাংশ হারে আয়কর দিতে হবে।
(৩) ৫-১০ লক্ষ টাকার রোজগারের উপর ২০ শতাংশ হারে আয়কর দিতে হবে।
(৪) ১০ লক্ষ টাকার বেশি রোজগারে ৩০ শতাংশ আয়কর জমা দিতে হবে।