প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

SBI Loan: বাড়িতে বসেই পেয়ে যাবেন ৫০ হাজার টাকার মুদ্রা ঋণ! গ্রাহকদের বিরাট সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক

ভারত একটি উন্নয়নশীল দেশ। আমাদের দেশে নতুন ব্যবসায়িক উদ্যোগ প্রতিষ্ঠার জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নীত করা গুরুত্বপূর্ণ। কারণ উদ্যোক্তা না থাকলে ব্যবসা দাঁড়াবে না। আর ব্যবসা না চললে স্বনির্ভরতা শুধুমাত্র একটি…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ভারত একটি উন্নয়নশীল দেশ। আমাদের দেশে নতুন ব্যবসায়িক উদ্যোগ প্রতিষ্ঠার জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নীত করা গুরুত্বপূর্ণ। কারণ উদ্যোক্তা না থাকলে ব্যবসা দাঁড়াবে না। আর ব্যবসা না চললে স্বনির্ভরতা শুধুমাত্র একটি শব্দ হয়েই রয়ে যাবে। তাই এখন সরকার মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজদের MSME-র উপর ফোকাস করছে। তাদের ছোট ইউনিট শুরু করতে এবং চালানোর জন্য যে কোনও ব্যাঙ্ক থেকে মুদ্রা ঋণের জন্য আবেদন করতে পারেন। এর জন্য, ভারত সরকার ২০১৫ সালে PM Mudra Loan প্রকল্প শুরু করেছে।

কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট বা MUD এবং রিফাইনান্স এজেন্সি লিমিটেড বা RAL-এর অধীনে ঋণ প্রদানের জন্য ঘোষণা করেছে, যা MUDRA নামেও পরিচিত। সমস্ত ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মুদ্রা ঋণের আর্থিক সহায়তা ব্যবহার করে স্কেল বাড়াতে এবং তাদের ব্যবসা শুরু করতে পারে। নাগরিকরা যেকোনো ব্যাঙ্কে গিয়ে এই লোনের জন্য আবেদন করতে পারেন। এই স্কিমে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা অবধি লোন পাওয়া যায়। আর এই লোন দেওয়ার ব্যাপারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের বিরাট সুবিধা দিচ্ছে। এখন একনজরে দেখে নিন স্টেট ব্যাঙ্কের সেইসব বাড়তি সুবিধা সম্পর্কে।

আপনি যদি একটি ছোট ব্যবসা চালান একটি নতুন ব্যবসা শুরু করতে চান যেখানে আপনার ৫০,০০০ টাকা পর্যন্ত প্রয়োজন তাহলে আপনি শিশু মুদ্রা ঋণের জন্য আবেদন করতে পারেন। আপনি এই পরিমাণ ব্যাঙ্কে ফেরত দিতে মোট ৫ বছর পাবেন। আর এই ধরণের লোন নিতে হলে আপনাকে ব্যাঙ্কে যেতে হবেনা। কারণ স্টেট ব্যাঙ্কের ই-মুদ্রা যোজনার মাধ্যমে বাড়িতে বসেই অনলাইনে এই লোন পাওয়া যাবে। তবে আপনি যদি ৫০ হাজার টাকার বেশি লোন নিতে চান, সেক্ষেত্রে আপনাকে স্টেট ব্যাঙ্কের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে আপনাকে লোনের বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

এই ধরণের লোন নেওয়ার ক্ষেত্রে কোনো প্রসেসিং ফি কবে অন্যান্য চার্জ নেই। এছাড়াও এই লোনের ক্ষেত্রে নাগরিকরা সহজ পদ্ধতিতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঋণের পরিমাণ পেতে পারেন। মহিলা, সংরক্ষিত শ্রেণীর মানুষ এবং অন্যান্য চ্যালেঞ্জিং বিভাগগুলি ব্যাঙ্ক থেকে এই লোন পেতে অগ্রাধিকার পাবে। এই লোনের জন্য আবশ্যক হিসেবে যেসব নথি লাগবে, তা হল- আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সহ যেকোনো সরকার অনুমোদিত আইডি কার্ড। প্রার্থীর ঠিকানা প্রমাণ। আপনার সর্বশেষ বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, জলের বিল জমা দিতে হবে। এছাড়াও সাম্প্রতিক ২ টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, জিএসটিআইএন নিবন্ধিত মোবাইল নম্বর এবং ইমেল আইডি।