প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Market Price: দাম কমবে গম ও ডালের, সরকারের এই ব্যবস্থায় উপকৃত হবেন কোটি কোটি মানুষ

প্রাচীনকাল থেকেই ভারত একটি কৃষিপ্রধান দেশ। আমাদের এই দেশের বিপুল সংখ্যক মানুষ কৃষিকাজের সাথে জড়িত। দিন হোক বা রাত, শীত হোক বা গ্রীষ্ম, কৃষকরা যেন সবসময়ই তাদের কাজ করে চলেছে। প্রাকৃতিক…

Published By: Debaprasad Mukherjee | Published On:

প্রাচীনকাল থেকেই ভারত একটি কৃষিপ্রধান দেশ। আমাদের এই দেশের বিপুল সংখ্যক মানুষ কৃষিকাজের সাথে জড়িত। দিন হোক বা রাত, শীত হোক বা গ্রীষ্ম, কৃষকরা যেন সবসময়ই তাদের কাজ করে চলেছে। প্রাকৃতিক কঠিনতাকে উপেক্ষা করেই দেশের অন্নসংস্থান করাই তাদের মূল লক্ষ্য। তাই একথা অস্বীকার করা যায়না যে একজন কৃষক যখন ক্ষেতে পরিশ্রম করে, তখন লক্ষ লক্ষ মানুষের থালায় খাবার পৌঁছে যায়। কিন্তু এই চাষাবাদ করতে গিয়ে কৃষকদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বেশিরভাগ সময়ই সেটা হয় আর্থিক সমস্যা।

আর এবার এইসব সমস্যার ব্যাপক প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের জনজীবনে। আর এই সবকিছু মিলিয়ে যেন খেয়ে-পরে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে মধ্যবিত্তদের কাছে। বর্তমানে চাল ও গমের দামেও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি দেখা গেছে। এখন সাধারণ বাজারে ১ কুইন্টাল চালের দাম রয়েছে ২,৯০০ টাকা। এদিকে মূল্যবৃদ্ধির পরিসংখ্যানে নজর দিলে দেখা যাচ্ছে যে গত ৭ ই আগস্ট অবধি এক বছরে খুচরো বাজারে গমের দাম বেড়েছে ৬.৭৭% এবং পাইকারি বাজারে গমের দাম বেড়েছে ৭.৩৭% হারে। একইভাবে খুচরো বাজারে চালের দাম বেড়েছে ১০.৬৩% হারে এবং পাইকারি বাজারে চালের দাম বেড়েছে ১১.১২% হারে।

তবে এবার এই দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যায় সমাধানের পথ খুঁজতে বড়সড় পদক্ষেপ নেওয়ার পথে কেন্দ্র সরকার। বিশেষ করে চলল ও গমের মূল্যবৃদ্ধি চিন্তায় ফেলেছে কেন্দ্রকে। আর দেশের সিংহভাগ রাজ্যে এই দুটি শস্যই প্রধান খাদ্যবস্তু। সেই কারণেই এবার এই মূল্যবৃদ্ধিতে রাশ টানতে চাইছে সরকার। এই কারণেই এবার বড় এক নিয়ম আনতে চলেছে কেন্দ্র। জানা গেছে, এবার থেকে গম ও ডালের সমস্ত স্টকের হিসেব দিতে হবে আড়তদারদের। আর এই নিয়ম লাগু হতে চলেছে দিল্লী, উত্তরপ্রদেশ, বিহার, মকধ্যপ্রদেশ সহ সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলে। কিন্তু কিভাবে করতে হবে কাজটি? সেটি এবার জেনে নিন।

সূত্রের খবর, এই নতুন ব্যবস্থার অধীনে এবার থেকে খাদ্য ও সংরক্ষণ বিভাগের ওয়েবসাইটে গম ও ডালের মজুদের বিশ্ব দিতে হবে আড়তদারদের। আর এই কাজটি করতে হবে খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে। এর জন্য মোবাইল বা কম্পিউটার থেকে লগ ইন করতে হবে www.evegils.nic.in/wsp/login ওয়েবসাইটে। প্রথমে তার জন্য এখানে রেজিস্টার করতে হবে দোকানদারদের। সেখানে দোকানদারদের নাম, ই-মেইল, মোবাইল নম্বর, প্যান নম্বর ইত্যাদি নথি দিতে হবে। তারপর প্রতি শুক্রবার এই হিসেব জমা দিতে হবে বলে বলা হয়েছে এই নতুন নিয়মে।