কোনো উৎস থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া গেলে কিংবা অবসর জীবনে পাওয়া টাকা কিংবা কোনো এক সময়ের জন্য সঞ্চিত অর্থকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একদিকে টাকা যেমন সুরক্ষিত থাকে, তেমনই একটি নির্দিষ্ট সময়সীমা অবধি সেই টাকা রাখলেই ভালো সুদ পাওয়া যায়। যে কারণে সময়কাল শেষ হয়ে যাওয়ার পর রিটার্ন মেলে বেশ ভালো।
আর এবার বন্ধন ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট স্কিমে আরো অতিরিক্ত সুদ দিতে চলেছে। জানা গেছে, সম্প্রতি ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে এই বেসরকারি ব্যাঙ্ক। এবার থেকে এর ব্যাপক লাভ পেতে চলেছেন গ্রাহকেরা। এবার থেকে স্কিমের মেয়াদ অনুযায়ী সুদের হার মিলবে। জানা গেছে, এই সুদের হার ৭.৩৫ শতাংশ থেকে ৮.৩৫ শতাংশ। এবার একনজরে দেখে নিন জর কেমন মেয়াদে কেমন সুদ পাবেন গ্রাহকরা।
■ সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার:
● এক বছর থেকে ৪৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকরা ৭.২৫ শতাংশ সুদ পাচ্ছেন।
● ৫০০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার সবচেয়ে বেশি। সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৭.৮৫ শতাংশ সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক।
● ৫০১ দিন থেকে ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকরা ৭.২৫ শতাংশ সুদ পাচ্ছেন।
● ২ বছর থেকে ৩ বছর এবং ৩ বছর থেকে ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটেও সাধারণ গ্রাহকরা পাচ্ছেন ৭.২৫ শতাংশ সুদ।
● ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকরা পাচ্ছেন ৫.৮৫ শতাংশ সুদ।
■ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার:
● এক বছর থেকে ৪৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে প্রবীণ গ্রাহকরা ৭.৭৫ শতাংশ সুদ পাচ্ছেন।
● ৫০০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার সবচেয়ে বেশি। প্রবীণ গ্রাহকদের ক্ষেত্রে ৮.৩৫ শতাংশ সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক।
● ৫০১ দিন থেকে ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে প্রবীণ গ্রাহকরা ৭.৭৫ শতাংশ সুদ পাচ্ছেন।
● ২ বছর থেকে ৩ বছর এবং ৩ বছর থেকে ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটেও প্রবীণ গ্রাহকরা পাচ্ছেন ৭.৭৫ শতাংশ সুদ।
● ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে প্রবীণ গ্রাহকরা পাচ্ছেন ৬.৬০ শতাংশ সুদ।