প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Business Idea: রেলের সঙ্গে শুরু করুন এই ব্যবসা, ৬ হাজার টাকা জমা দিলে প্রতি মাসে রোজগার হবে ৩০ হাজার!

বর্তমান সময়ে অনেকেই চাকরি পাওয়ার আশা ছেড়ে মন দিচ্ছেন ব্যবসায়। কেউ ছোট কোনো ব্যবসা করতে আগ্রহী হচ্ছেন, কেউ আবার বড় মূলধন দিয়ে বড় ব্যবসায় মনোনিবেশ করছে। এই ছবিটা বদলেছে বিগত…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বর্তমান সময়ে অনেকেই চাকরি পাওয়ার আশা ছেড়ে মন দিচ্ছেন ব্যবসায়। কেউ ছোট কোনো ব্যবসা করতে আগ্রহী হচ্ছেন, কেউ আবার বড় মূলধন দিয়ে বড় ব্যবসায় মনোনিবেশ করছে। এই ছবিটা বদলেছে বিগত কয়েকবছরেই। পরিসংখ্যান দেখলে বোঝা যাবে যে বিগত কয়েকবছরে ভারতে ‘স্টার্ট-আপ’ সংস্থার সংখ্যাটা বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে অনেকেই শুরু হওয়া ব্যবসা চালিয়ে নিয়ে যেতে পারেন, অনেকেই আবার মাঝপথে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হন। তবে এই প্রতিবেদনে এমন একটি ব্যবসার কথা বলবো, যা একবার শুরু করলে আর বন্ধ করতে হবেনা সহজ কোনো কারণে।

এই ব্যবসাটি হল IRCTC-র ফ্র্যাঞ্চাইজি ব্যবসা। আজ্ঞে হ্যাঁ, এবার থেকে আপনিও রেলের টিকিট বুকিংয়ের ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন। আর এক্ষেত্রে সবথেকে ভালো সুযোগসুবিধা দিয়ে থাকে ভারতীয় রেল। রেলের টিকিট বুকিংয়ের ফ্র্যাঞ্চাইজি নিলে যেমন রোজগার হয় ভালো, তেমনই ব্যবসার সুরক্ষা বেড়ে যায় কয়েকগুণ। এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র দায়িত্বের সঙ্গে কাজটি করতে হবে। এই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য কয়েকহাজার টাকা থাকলেই শুরু করা যায় এই ফ্র্যাঞ্চাইজি ব্যবসা। এখন একনজরে দেখে নিন যে কিভাবে শুরু করবেন এই ব্যবসা এবং কিভাবেই বা তা থেকে আপনার উপার্জন হবে।

IRCTC-র এই টিকিট বুকিংয়ের ফ্র্যাঞ্চাইজি ব্যবসা শুরু করতে চাইলে তার জন্য আপনার কয়েকটি জিনিস থাকা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আবশ্যিকভাবে থাকতে হবে একটি নিজস্ব বৈধ জিএসটিআইএন নম্বর, একটি মোবাইল নম্বর, একটি কম্পিউটার বা ল্যাপটপ, একটি স্টেবল ইন্টারনেট কানেকশন এবং পেমেন্টের জন্য নেট ব্যাংকিংয়ের সুবিধা। এবার দেখে নিন যে কিভাবে এই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আবেদন করবেন। এর জন্য রেলওয়ের ফ্র্যাঞ্চাইজি আউটলেটে আবেদন পত্র সংগ্রহ ককরে জমা করতে পারেন। এছাড়াও অনলাইনে এই ফরম ডাউনলোড করে নিয়ে আবেদন করতে পারবেন।

এবার আসুন জেনে নিই যে এই ব্যবসা শুরুর খরচ ও রোজগারের হিসেব। এই ফ্র্যাঞ্চাইজি এক বছরের জন্য নিতে হলে আপনাকে গুনতে হবে ৩,৯৯৯ টাকা। এছাড়াও দুই বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি ফি রয়েছে ৫,৯৯৯ টাকা। এবার দেখে নিন যে কিভাবে রোজগার করবেন। এক্ষেত্রে আপনি একটি নন এসি কোচের টিকিট বুক করলে প্রত্যেক টিকিটের জন্য ২০ টাকা করে কমিশন পাবেন। তবে যদি এসি ক্লাসের টিকিট বুক করেন তাহলে প্রত্যেক টিকিটে ৪০ টাকা কমিশন পাবেন। এছাড়াও প্রতি টিকিটের দামের ১ শতাংশ কমিশন এজেন্টদের দেওয়া হয়। এক্ষেত্রে ভালোভাবে ব্যবসাটি করতে পারলেই মাসে অনায়াসে ৩০ হাজার টাকা রোজগার করতে পারবেন।