আজকালকার দিনে দ্রব্যমূল্য বৃদ্ধি নাগপাশে আবদ্ধ হয়েছে গোটা দেশ। আর সাধারণ মধ্যবিত্তদের জীবনধারাও এমনভাবে সজ্জিত হয়েছে, যেখানে দরকার পড়ে অনেক দামিদামি জিনিসপত্রের। কিন্তু দরকার পড়লেও সামর্থ্য কুলোয় না অনেকের। এলেটরে বাড়ি বানানো একটি ব্যয়বহুল বিষয়। তাই এক্ষেত্রে একই সময় অনেকটা পরিমান টাকার দরকার পড়ে অনেকের। কিন্তু সেই পরিমান টাকা সেই মুহূর্তে না পেয়ে অনেকেই লোনের বিষয়ে চিন্তাভাবনা করেন।
কিন্তু এই হোম লোন নিতে গেলেই নানারকম সমস্যার সম্মুখীন হতে হয় মানুষজনকে। অনেকেই যেমন ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকেন, তেমনই আবার অনেকে বিভিন্নরকম ফাইন্যান্স কোম্পানি থেকেও লোনের জন্য আবেদন করেন। কিন্তু কয়েকলক্ষ টাকার লোনের জন্য সাধারণ মানুষকে ব্যাপক হয়রানির শিকার হতে হয়। তবে এই প্রতিবেদন আপনার হয়রানি অনেকটাই কমিয়ে দিতে পারে। একনজরে দেখে নিন, দেশের কোন ব্যাঙ্ক কত শতাংশ সুদের হারে লোন দেয় গ্রাহকদের।
সম্প্রতি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এবার গৃহ ঋণের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ ঋণ গ্রহীতা বড় সুবিধা পেতে চলেছেন। কারণ এবার থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনো শাখা থেকে গৃহ ঋণ নিলেই এই সুবিধা পাবেন। এর ফলে যারা লোন নিচ্ছেন তাদের মাসিক কিস্তির বোঝা যেমন কমে যাবে, তেমনই আবার লোন নেওয়ার আগেই অনেকটা সুবিধা পেয়ে যাবেন। তাই যারা হোম লোনের বিষয়ে ভাবছেন, তারা বিষয়টি জেনে নিন।
সম্প্রতি, এক্স হ্যান্ডেলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছে যেখানে বলা হয়েছে এই সুবিধার বিষয়ে। এই পোস্টে প্রথমেই বলে হয়েছে যে এবার থেকে হোম লোনের ক্ষেত্রে সুদের হার কমানো হয়েছে। আগে যেখানে হোম লোনের ক্ষেত্রে সুদ হিসেবে বাড়তি ৮.৫ শতাংশ দিতে হত, এবার থেকে সেটি কমে হল ৮.২ শতাংশ। লক্ষ লক্ষ টাকা লোনের ক্ষেত্রে এটি লোনের কিস্তির পরিমান কমিয়ে দেবে। একইসঙ্গে লোন নেওয়ার ক্ষেত্রে প্রসেসিং চার্জও কমিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।