প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

HDFC Bank: ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে বাড়তি সুদ, ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ভালো রিটার্ন

কোনো উৎস থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া গেলে কিংবা অবসর জীবনে পাওয়া টাকা কিংবা কোনো এক সময়ের জন্য সঞ্চিত অর্থকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

কোনো উৎস থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া গেলে কিংবা অবসর জীবনে পাওয়া টাকা কিংবা কোনো এক সময়ের জন্য সঞ্চিত অর্থকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একদিকে টাকা যেমন সুরক্ষিত থাকে, তেমনই একটি নির্দিষ্ট সময়সীমা অবধি সেই টাকা রাখলেই ভালো সুদ পাওয়া যায়। যে কারণে সময়কাল শেষ হয়ে যাওয়ার পর রিটার্ন মেলে বেশ ভালো।

আর এবার HDFC ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট স্কিমে আরো অতিরিক্ত সুদ দিতে চলেছে। HDFC ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগকারীদের অতিরিক্ত ০.২৫ শতাংশ সুদ দিয়ে থাকে। তবে সবাই এই বাড়তি সুদ পাবেন না। এক্ষেত্রে শুধুমাত্র যেসব স্কিমে ২ কোটি বা তার কম অঙ্কের টাকা জমা থাকবে, তারাই এই বাড়তি হারে সুদ পাবেন। বাড়তি এই সুদটি এই ফান্ডের মূল সুদের সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ সেক্ষেত্রে প্রবীণ বিনিয়োগকারীরা বেশি সুদ পেয়ে যাবেন। এখন একনজরে দেখে নিন সময়কাল অনুযায়ী HDFC ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট-এর সুদের হার।

এখন ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত বিনিয়োগের ক্ষেত্রে সবথেকে জনপ্রিয় মেয়াদ হল ১৮ মাস থেকে ২১ মাসের মেয়াদ। অনেকেই এই মেয়াদে বিনিয়োগ করেন। কারণ স্বল্প সময়ের জন্য এই মেয়াদে টাকা রাখলে লহুব বেশিদিন টাকা ফেলে রাখতে হয়না। একইসঙ্গে এই মেয়াদে ভালো হারে রিটার্ন পাওয়া যায়। তাই এই বিশেষ মেয়াদের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীরা ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন। এই একই সময়কালে প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৭৫ শতাংশ সুদ।

এটি ছাড়াও স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে আরেকটি জনপ্রিয় মেয়াদ হল ৫ বছর ১ দিন থেকে ১০ বছর। এই মেয়াদে টাকা রাখলেও সর্বোচ্চ রিটার্ন পাওয়া যায়। তাই অনেকেই এই মেয়াদে টাকা রেখে থাকেন।সাধারণ নাগরিকরা সুদ পাবেন ৭ শতাংশ হারে। এই একই মেয়াদে প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ হারে সুদ দেবে HDFC ব্যাঙ্ক। উল্লেখ্য, HDFC ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের মেয়েদের জন্য বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে। তার মধ্যে গ্রাহকদের ক্ষেত্রের সবথেকে বেশি পছন্দের মেয়াদ হল উল্লিখিত দুটি। এই দুটি মেয়াদেই বাড়ানো হয়েছে সুদের হার।