প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Business Idea: হাত খরচের টাকা বাঁচিয়ে শুরু করুন এই ব্যবসা, মাসখানেক পরেই হবে লক্ষ্মীলাভ

আজকালকার দিনে ভারতের নাগরিকদের মধ্যে ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। মূলধন অনুযায়ী সকলেই এখন ব্যবসার কথা চিন্তাভাবনা করছেন। কেউ কেউ যেমন বেশি মূলধন নিয়ে বড়সড় ব্যবসায় নামার কথা ভাবছেন,…

Published By: Debaprasad Mukherjee | Published On:

আজকালকার দিনে ভারতের নাগরিকদের মধ্যে ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। মূলধন অনুযায়ী সকলেই এখন ব্যবসার কথা চিন্তাভাবনা করছেন। কেউ কেউ যেমন বেশি মূলধন নিয়ে বড়সড় ব্যবসায় নামার কথা ভাবছেন, তেমনই আবার অনেকে ছোটখাটো অঙ্কের মূলধন নিয়ে বিভিন্ন ‘স্টার্ট-আপ’ করার কথা চিন্তাভাবনা করছেন। তাই অনেকের মতে আগামী প্রজন্ম হয়তো ভারতের বুকে এক অন্য স্বনির্ভর শিল্পবিপ্লব দেখতে চলেছে।

আপনার মনেও হয়তো এসেছে এমন কিছু চিন্তাভাবনা। কিন্তু ব্যবসা তো আর মুখের কথা নয়। কারণ ব্যবসার কথা ভাবা আর ব্যবসা শুরু করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ব্যবসা করার কথা ভেবে নেওয়া যায় অনায়াসে, কিন্তু ব্যবসা শুরু করতে গেলে মূলধন থেকে কাঁচামালের যোগান এমনকি দ্রব্যের বিক্রয়স্থল খুঁজতে হিমশিম খেয়ে যান অনেকেই। তবে এই প্রতিবেদনে আপনার জন্য এমন একটি ব্যবসার সন্ধান রয়েছে যা আপনি মাত্র দশ হাজার টাকা থেকেই শুরু করতে পারবেন।

ব্যাগ মানুষের জীবনের অন্যতম অঙ্গ হলেও দিনে দিনে ব্যাগের ডিজাইনের বিবর্তন ঘটেছে। আজকাল একটু অন্য ব্যবহার করতে পছন্দ করেন অনেকেই। এর মধ্যে হ্যান্ড পেন্টেড বা হাতে আঁকা ডিজাইনের ব্যাগের চাহিদা এখন ব্যাপকভাবে বাড়ছে বাজারে। তাই এই ব্যবসা করতে পারলে আপনিও হতে পারেন মালামাল। ইতিমধ্যে, রাজ্যের অনেক মহিলা এমন ব্যাগ বানিয়ে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছেন। অনেকেই ইতিমধ্যে সেই স্বপ্নপূরণের পথে পা বাড়িয়েছেন। আপনিও যদি হাতের কাজে পটু হয়ে থাকেন, তাহলে সাতপাঁচ না ভেবে শুরু করতে পারেন এই ব্যবসা।

হ্যান্ড পেন্টেড ব্যাগ তৈরির ক্ষেত্রে খুব বেশি মূলধনের প্রয়োজন পড়ে না। শুধুমাত্র কিছু হাতখরচ বাঁচিয়ে শুরু করা যায় এই ব্যবসা। এর জন্য প্রথমেই সলিড রংয়ের ব্যাগ কিনতে হবে বাজার থেকে। সেই সঙ্গে ফেভরিক রং, তুলি ও ডিজাইন প্লেট কিনে নিন। এবার ব্যাগের উপর সৌখিন ডিজাইন এঁকে নিন। প্রথমে সেগুলিকে স্থানীয় দোকানে বিক্রির জন্য দিন। পরিচিতি বাড়তে বাড়তে বেড়ে যাবে ব্যবসার পরিসরও। এখন এরকম ব্যাগ বাজারে ৫০০-৬০০ টাকায় বিক্রি হয়ে থাকে, যেখানে খরচ পরে দেড়শো টাকার কাছাকাছি। তাই এই ব্যবসা থেকে ভালো রোজগারের সুযোগ রয়েছে কোনরূপ সন্দেহ ছাড়াই।