করোনাকালীন সময়ের পর থেকেই দেশে দেখা দিয়েছে চাকরির আকাল। গত কয়েকবছরে দেশের বেকারত্বের পরিমান বেড়েছে উল্লেখযোগ্য হারে। এর মাঝে চাকরি মিললেও সে অর্থে বেতন পাচ্ছেন না অনেকেই। বলা যায়, দৈনিক সর্বনিম্ন বেতনের থেকে কম পরিমানে বেতন পেয়ে চাকরি করছেন দেশের বহু যুবক-যুবতী। তাই এখন চাকরির পাশাপাশি দ্বিতীয় কোনো রোজগারের পথ খুঁজতে উদ্যোগী হচ্ছেন কমবেশি সকলেই। এক্ষেত্রে অনেকেই শুরু করছেন নানা ধরণের ব্যবসা। কেউ ঘরোয়াভাবে, কেউ আবার বড় পরিসরে। আবার কেউ কেউ শ্রম দিয়ে ব্যবসার আকারে উপার্জনের উপায় খুঁজছেন।
আর শ্রম দিয়ে উপার্জনের একটি দারুন বিকল্প হিসেবে চাষাবাদ করার কথা ভাবছেন অনেকেই। এক্ষেত্রে যেমন অনেকেই গতানুগতিক সবজি ও শস্য চাষের দিকে এগোচ্ছেন। কেউ আবার বিভিন্ন ফল চাষের কথা ভাবছেন। তেমনই কেউ আবার বিভিন্ন মশলাজাত দ্রব্যের চাষ করার কথা ভাবেন। কেউ কেউ আবার দামি ফল চাষের বিষয়ে চিন্তাভাবনা করেন। তবে এসবের পাশাপাশি আরো একটি চাষের উপায় রয়েছে, যার মাধ্যমে অল্প দক্ষতা ও ক্ষুদ্র বিনিয়োগ করে ভালো রোজগারের সুযোগ থাকছে। এই নিবন্ধে এমন রক্ত উপায়ের সন্ধান রইল, যা আপনাকে লাখপতি বানাতে পারে।
আজকাল অনেকেই ফুল চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করার বিষয়ে অগ্রসর হচ্ছেন। কারণ বাজারে ফুলের চাহিদা কোনদিনই কমেনি। বিয়ের মরশুমে তো ফুল থেকে প্রচুর উপার্জন করা যায়। এই ফুল চাষের ক্ষেত্রে দুই মেদিনীপুর জেলা রাজ্যের বুকে দৃষ্টান্ত স্থাপন করে। সেখানে অনেকেই বিঘা বিঘা জমিতে ফুলের চাষ করছেন। তবে দেশি ফুলের পাশাপাশি এখন বিদেশি ফুলের চাষ করলে বেশি রোজগার করা যায়। আর যে বিদেশি ফুলের চাহিদা এখন সবথেকে বেশি, সেটি হল জারবেরা ফুল। মহিলাদের সাজের ক্ষেত্রে এই ফুল বহুল ব্যবহৃত।
এখন অনেকেই এই জারবেরা ফুলের চাষ করছেন। এই ফুল গ্রীন হাউসে ভালোভাবে উৎপাদন করা সম্ভব। এই চাষ শুরু করার জন্য কয়েক হাজার টাকা হাতে নিয়ে নামতে হবে। এর জন্য প্রথমেই গ্রীন হাউস তৈরির সামগ্ৰী কিনতে হবে। তারপর এই গাছের বীজ কিনতে হবে। সেই বীজ ছড়িয়ে গাছ বেরোলে কয়েকমাসের মধ্যে গাছে ফুল আসবে। এবার এই ফুল বিক্রি করার সঠিক স্থান খুঁজতে হবে। প্রতি পিস ফুলের দাম ১০ টাকা থেকে শুরু হয়। তাই প্রতিমাসে এই ফুলের চাষ করে লাভবান হতে পারবেন সহজেই।