আর কয়েকদিন পরেই শেষ হচ্ছে জানুয়ারি মাস। আসছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মানেই বিশ্বজুড়ে প্রেমের উৎসব। আর এই মরশুমে অনেকেরই অনেক বিশেষ পরিকল্পনা থাকে। আর কয়েকদিন পরই শুরু হতে চলেছে সেই মাস। কিন্তু এই মাস বদল নিয়ে খবর কেন? এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনেও ঘুরপাক খাচ্ছে! তাহলে আপনার জেনে রাখা উচিত যে আসন্ন নভেম্বর মাস থেকে বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম।
প্রতি মাসের শুরুতেই কিছু না কিছু নিয়ম বদলে যায়। এর প্রভাব সাধারণ নাগরিকদের উপরেও পড়ে। আর এবারেও তার অন্যথা হচ্ছে না। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আর্থিক লেনদেন থেকে শুরু করে ফাসট্যাগ সহ বিভিন্ন বিষয়ে একাধিক নিয়ম বদলে যাচ্ছে। এছাড়াও একাধিক ক্ষেত্রে বিভিন্ন নিয়মও পরিবর্তন হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে। এখন একনজরে দেখে নিন যে কোন কোন বিষয়গুলি বদলে যাচ্ছে আগামী মাসে থেকে।
◆ SBI গৃহঋণ ক্যাম্পেইন: আগামী মাসে থেকেই স্টেট ব্যাঙ্ক গৃহ ঋণের ক্ষেত্রে দুর্দান্ত কিছু সুবিধা দিতে চলেছে। আগামী মাসে থেকে হোম লোন নিলেই গ্রাহকদের বাম্পার সুবিধা দেবে এই সরকারি ব্যাঙ্ক। বিশেষ করে, ফ্লেক্সিপে, এনআরআই, স্যালারি ক্লাস লোনের ক্ষেত্রে মিলবে বাড়তি সুবিধা।
◆ পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট: এই বেসরকারি ব্যাঙ্কের গ্রাহকরা ৩১ জানুয়ারী ২০২৪ পর্যন্ত ‘ধন লক্ষ্মী ৪৪৪ দিন’ ফিক্সড ডিপোজিট স্কিমের সুবিধা পাবেন। আগামী ফেব্রুয়ারি থেকে এই সুবিধা আর মিলবে না। তাই আপনি এই স্কিমে বিনিয়োগ করতে চাইলে হাতে আর কয়েকদিন সময় রয়েছে।
◆ ফাসট্যাগ কেওয়াইসি: হাইওয়েতে গাড়ি চালানোর ক্ষেত্রে ফাসট্যাগ আজকাল ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর এই ফাসট্যাগ-এর কেওয়াইসি করানোর শেষ তারিখ আগামী ৩১ শে জানুয়ারি, ২০২৪। তার আগে এই কাজটি না করলে কিন্তু আপনার ফাসট্যাগ ব্ল্যাকলিস্ট হয়ে যাবে।
◆ NPS-এর নিয়মে পরিবর্তন: বিনিয়োগের মাধ্যমে পেনশন পাওয়ার একটি দুর্দান্ত স্কিম হল ন্যাশনাল পেনশন সিস্টেম। আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে এই স্কিমের টাকা প্রত্যাহারের নিয়মে আসছে কিছু পরিবর্তন। জানা গেছে, এবার থেকে স্কিমে জমা থাকা ২৫ শতাংশ টাকাই তোলা যাবে আপদকালীন অবস্থায়।