প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

DA: মহার্ঘভাতা বাড়িয়েও সরকারি কর্মীদের মন পাবেনা মমতা সরকার! ফের শুরু হবে কর্মবিরতি, ধর্মঘট, মিছিল

বকেয়া DA প্রদান এবং DA বাড়ানোর দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। এমনকি কেন্দ্রীয় সরকারের প্রদত্ত মহার্ঘভাতার হারে রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন লড়ছে রাজ্য…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বকেয়া DA প্রদান এবং DA বাড়ানোর দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। এমনকি কেন্দ্রীয় সরকারের প্রদত্ত মহার্ঘভাতার হারে রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন লড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের তিনটি সংগঠন। এই সংক্রান্ত মামলাও হয়েছে সরকারের বিরুদ্ধে। এর আগে SAT এবং কলকাতা হাইকোর্টের রায় গিয়েছিল কর্মচারীদের দিকে। এবার এই মামলার ঠাঁই হয়েছে সুপ্রিম কোর্টে। এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে সরকারি কর্মচারীরা। আগামী মাসেই এই মামলার রায়দান করতে পারে মহামান্য সুপ্রিম কোর্ট।

আর এই পরিস্থিতির মাঝেই রাজ্য সরকারি কর্মীদের বড় উপহার দিয়ে দিয়েছে রাজ্য সরকার।যদিও রাজ্যের সরকারি কর্মীদের অসন্তোষ কমাতে গতবছর একটি বড় ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন যে, ২০২৪ সালেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হবে। কেন্দ্রের মতোই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রাজ্য সরকারি কর্মীরা ৬ শতাংশ হারে ডিএ পেতেন। তবে এই বৃদ্ধির জেরে এই ভাতার পরিমাণ বেড়ে দাঁড়ায় ১০ শতাংশ।

এখানেই শেষ নয়, কয়েকদিন আগে রাজ্য বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মীদের একটি বড় উপহার দেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি রাজ্য সরকারি কর্মীদের ডিএ আরো ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেন। সেই মোতাবেক, রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এই বর্ধিত ডিএ পাবেন। অর্থাৎ, এবার থেকে ১০ শতাংশ নয়, ১৪ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্যের কর্মীরা। আগামী মে মাস থেকেই কার্যকর হবে এই বর্ধিত ভাতা। যদিও তাতে কেন্দ্র ও রাজ্যের ডিএ পার্থক্য তেমনভাবে কমেনি।

এই কারণেই আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীদের একাংশ এটিকে ভোটের মুখে তাদের মন জয় করার জন্য সরকারের নিপুণ কৌশল বলে দাবি করছেন। একইসঙ্গে তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন। এই মর্মে এই মাসে যেমন রয়েছে কর্মবিরতির ডাক, তেমনই আবার আগামী মাসে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। প্রথমে আগামী ২২ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এরপর আগামী ৩ মার্চ মহা মিছিলের ডাক দিয়েছেন তারা। তারপর আগামী ৬ মার্চ এবং ৭ মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজ্যের ডিএ আন্দোলন ফের একবার মাথা তুলে দাঁড়াচ্ছে রাজ্যের বুকে।