২০২৪ সালটিও যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুন হতে চলেছে, তা বোঝা যাচ্ছিল গত বছরের ডিসেম্বর থেকেই। কারণ এই বছর লোকসভা ভোটের আগে একাধিক বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার। আর এবার দেশের পেনশনভোগী ও কেন্দ্রীয় কর্মচারীদের জন্য এসে গেল বড় সুখবর। কারণ এবছর আরও একবার বাড়ানো হল মহার্ঘ ভাতা। এই জানুয়ারি মাসে থেকেই ৫০ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, এমনটাই নিশ্চিত করেছে লেবার ব্যুরো। যার ফলে এই বছরের অরুতে যে সেলিব্রেশন করবেন অনেকেই, তা মোটামুটি নিশ্চিত।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই ডিএ বৃদ্ধির জন্য মূল কারণটি হল AICPI সূচকের পরিবর্তন। চলতি বছরের শুরুতেই AICPI সূচক ১৩৯.১০ এ পৌঁছেছে। এমতাবস্থায় কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি নিশ্চিত বলে মনে করা হচ্ছিল। মনে ককরে হচ্ছিল যে এর ফলে দেশের এক কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। উল্লেখ্য, গত বছর থেকেই ৪৬ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এই বৃদ্ধি হয়েছিল গতবছর পুজোর মরশুমে। সেই সময় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল ডিএ। আর ফের একবার এই বৃদ্ধি ঘটতে চলেছে বলেই জানা গেছে।
এছাড়াও এবছর কেন্দ্রীয় কর্মচারীরা ফিটমেন্ট ফ্যাক্টর উপহার পেতে পারেন। দীর্ঘদিন ধরে কর্মচারীরা এ দাবি জানিয়ে আসছেন। এখন এ বছর এর বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে পুরোদমে। এমনটা হলে কর্মচারীদের বেতনে বড় ধরনের বৃদ্ধি পাবে। সপ্তম বেতন কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির কারণে, কেন্দ্রীয় কর্মচারীদের মূল বেতন ৮,৮৬০ টাকা বাড়বে নিশ্চিতভাবে। ডিএ বৃদ্ধির পরে কর্মচারীরা এই বৃদ্ধি পেতে পারেন। বর্তমানে, ফিটমেন্ট ফ্যাক্টর রয়েছে ২.৫৭ গুণ। আগামী দিনে তা বেড়ে ৩.৬৮ গুণ হতে পারে। এর ফলে কর্মচারীদের বেতন সরাসরি ৮ হাজার টাকা বৃদ্ধি পাবে।
বিষয়টি বিস্তারিতভাবে দেখলে দেখা যাচ্ছে যে লেভেল-৩-এর একজন কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন যদি হয় ১৮ হাজার টাকা, তাহলে ভাতা বাদে তার বেতন হবে ১৮,০০০ টাকা × ২.৫৭ = ৪৬,২৫০ টাকা। যদি ফিটমেন্ট ফ্যাক্টরটি ৩.৬৮ গুণ বৃদ্ধি করা হয় তবে বেতন হবে ২৬,০০০×৩.৬৮ = ৯৫,৬৮০ টাকায় পৌঁছাবে। এতে বাম্পার মুনাফা পাবেন কর্মচারীরা। এর মানে হল যে সামগ্রিকভাবে কর্মচারীরা বর্তমান বেতনের তুলনায় ৪৯,৪২০ টাকা বৃদ্ধি পাবে।