দিন প্রতিদিন মানুষের জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। বিগত পাঁচ বছর আগের থেকে এখন মানুষের জীবনধারা অনেক বেশি বদলে গিয়েছে। সেই সঙ্গে বেড়েছে সাংসারিক খরচও। বলা বাহুল্য, এখন একটি ‘মাইক্রো-ফ্যামিলি’তেও একজনের উপার্জনে সংসার চলে না। তাই পরিবারের একজন চাকরি করলেও তিনি আবার অন্য উপার্জনের পথ খুঁজতে থাকেন। আর এই কারণেই বাড়ির মধ্যে বসেই ছোটখাটো ব্যবসা শুরুর কথা ভাবছেন অনেকেই। অনেকে যদিও এই ধরণের ব্যবসা শুরুও করে দিয়েছেন ইতিমধ্যে।
কিন্তু ব্যবসা শুরুর কথা ভাবা আর ব্যবসা শুরু করার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। কারণ একটি ব্যবসা শুরু করতে গেলে অনেকগুলি বিষয় আগে থেকে ভেবে রাখতে হয়। ব্যবসা শুরু করতে গেলে মূলধন থেকে কাঁচামালের যোগান এমনকি দ্রব্যের বিক্রয়স্থল খুঁজতে হিমসিম খেয়ে যান অনেকেই। তবে এই প্রতিবেদনে আপনার জন্য এমন একটি ব্যবসার সন্ধান রয়েছে যা আপনি মাত্র দশ থেকে ১০ হাজার টাকা থেকেই শুরু করতে পারবেন। উপরন্তু ব্যবসাজাত দ্রব্যের চাহিদাও থাকবে বছরের সবকটা দিন।
আজকাল মানুষ অনেক বেশি শিল্পকর্মের কদর করতে শিখেছে। সেই কারণে শহরের নানা জায়গাতেও তৈরি করা হয়েছে বিভিন্ন গ্রামীন হস্তশিল্পের স্টল। সেখানে নিজেদের তৈরি জিনিসপত্র বিক্রি করেন গ্রামগঞ্জের হস্তশিল্পীরা। কেউ বাঁশের তৈরি জিনিস তৈরি করেন, কারো বেতের কাজ, কেউ আবার মাটির বিভিন্ন সামগ্রী নির্মাণ করেন। তবে এসব তো গতানুগতিক। সম্পূর্ন নতুন কিছু করতে হলে কলমি শাক দিয়ে শিল্পকর্ম করতে পারেন। আপনি এমন বুননের কাজ জানলে শুরু করতে পারেন এই কেউ। হয়তো এই ব্যবসাই হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট!
ইতিমধ্যে, এই অভিনব শিল্পকর্ম তৈরি করে তার ব্যবসা করে রোজগারের পথ খুঁজছেন পশ্চিম মেদিনীপুরে দাঁতন ২ ব্লকের কড়িয়া গ্রামের অধিকাংশ মহিলাই। এই গ্রামের প্রায় সব বাড়িতেই কলমি শাকের নানা শিল্পকর্ম তৈরির কাজ চলে। কেউ বানান বাড়ির শো-পিস, কেউ তৈরি করেন স্প্রিং, কেউ আবার সাজানোর বল তৈরি করেন। কেউ কেউ আবার সূক্ষ্ম বুননের মাধ্যমে অনেক ভালো ভালো জিনিস তৈরি করছেন। তখন স্বল্প পরিসরে এই ব্যবসা করেও প্রতিটি মহিলা মাসে ১০ হাজার টাকা রোজগার করছেন। তাই আপনিও এমন কাজ জানলে শুরু করে দিতে পারেন এমন ব্যবসা।