গত বছরের মাঝামাঝি সময়ে সারা দেশে কমেছে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। কেন্দ্র সরকার দেশবাসীর নাজেহাল অবস্থার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক সমস্ত সিলিন্ডারে ২০০ টাকা করে কমছে গ্যাসের দাম। তবে যেহেতু উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্যাস সিলিন্ডার আগে থেকেই ২০০ টাকা কম দামে পাওয়া যেত, তেই সেই সিলিন্ডার এখন মোট ৪০০ টাকা সাশ্রয়ে পাওয়া যাচ্ছে। লোকসভা ভোটের আগে কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশবাসীর কাছে অনেকটাই স্বস্তি বয়ে এনেছে।
এদিকে দেখতে দেখতে হাজির নতুন আরেকটি মাস। জানুয়ারি পেরিয়ে আমরা এখন পা দিয়েছি ফেব্রুয়ারিতে। আর এই নতুন মাসে রোজকার জীবনে ব্যবহৃত একটি সামগ্রী নিয়ে এল এক বড় আপডেট। এবার ফেব্রুয়ারির শুরুতেই বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম কমে গেল। এবার কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো গোটা দেশে। ১ লা ফেব্রুয়ারি এই দাম কমার খবর ঘোষণা করেছে তেল বিপণন কোম্পানিগুলি। এবার কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি কমছে ১৮ টাকা বাড়ছে। অর্থাৎ এবার থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে নীল রংয়ের এই কমার্শিয়াল গ্যাসের সিলিন্ডারেরও। আর এই খবর যথেষ্ট অস্বস্তি বাড়াবে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষকেও।
এই মূল্যবৃদ্ধির ফলে সব শহরেই মোটামুটি কিছুটা বেড়েছে ১৯ কেজির এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ইন্ডিয়ান অয়েল করপোরেশন সূত্রে জানা গেছে, কলকাতার পাশাপাশি দিল্লিতে রি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ১৪ টাকা দাম বেড়েছে। এছাড়াও দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ে প্রতিটি সিলিন্ডারের দাম বেড়েছে ১৫ টাকা করে। এছাড়াও দক্ষিণ ভারতীয় মেট্রো শহর চেন্নাইয়ে ১২.৫ টাকা বেড়েছে প্রতি সিলিন্ডার বাণিজ্যিক গ্যাসের দাম। অর্থাৎ দেশের প্রায় সব শহরেই যে এই মূল্যবৃদ্ধি ঘটেছে, তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর ১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকেই এই বর্ধিত মূল্য কার্যকর হয়েছে বলে জানা গেছে।
এবার থেকে শহর কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার কেনা যাবে ১৮৮৭ টাকায়। উল্লেখ্য, এর আগে সিলিন্ডার প্রতি এই দাম ছিল একটু কম। জানুয়ারি মাসে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার কিনতে কলকাতা শহরে গুনতে হত ১৮৬৯ টাকা। কলকাতা ছাড়াও অন্যান্য মেট্রো শহরের দিকে নজর দিলে দেখা যাচ্ছে যে রাজধানী দিল্লিতে এখন এই দাম বেড়ে হয়েছে ১,৭৬৯.৫ টাকা। জানুয়ারি মাসে এই দাম ছিল ১,৭৫৫.৫ টাকা। এছাড়াও মুম্বইয়ে প্রতিটি সিলিন্ডার বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ১,৭২৩.৫ টাকা। এটি জানুয়ারিতে ছিল ১,৭০৮.৫ টাকা। চেন্নাইয়ে জানুয়ারি মাসে ভর্তুকিহীন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১,৯২৪.৫ টাকা। এবার তা বেড়ে হয়েছে ১,৯৩৭ টাকা।