প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

DA: লোকসভা ভোটের আগে লাভবান হবেন কর্মীরা, শীঘ্রই বকেয়া ডিএ-র টাকা শোধ করবে কেন্দ্র!

একদিকে রাজ্যে যখন ডিএ নিয়ে অসন্তোষ রয়েই গেছে, অন্যদিকে তখনই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি পাচ্ছে নিয়মিত। চলতি বছরের শুরুতেই এক বড়সড় সুখবর পাওয়ার অপেক্ষা করছেন কেন্দ্র সরকারের অধীনস্থ…

Published By: Debaprasad Mukherjee | Published On:

একদিকে রাজ্যে যখন ডিএ নিয়ে অসন্তোষ রয়েই গেছে, অন্যদিকে তখনই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি পাচ্ছে নিয়মিত। চলতি বছরের শুরুতেই এক বড়সড় সুখবর পাওয়ার অপেক্ষা করছেন কেন্দ্র সরকারের অধীনস্থ কর্মচারীরা। আশা করা হচ্ছে যে শীঘ্রই মহার্ঘভাতা বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবীদের। মকনে করা হচ্ছে লোকসভা ভোটের আগেই ফের ডিএ বৃদ্ধি পেতে পারে দেশে। তবে শুধুমাত্র ডিএ নয় এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিটম্যান্ট ফ্যাক্টরও বাড়তে চলেছে। যার ফলে আবারো বেতন বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

তবে বকেয়া ডিএ নিয়ে এখনো অসন্তোষের আগুন ধিকিধিকি জ্বলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠনগুলির মধ্যে। কারণ করোনাকালীন সময়ে দীর্ঘ ১৮ মাসের ডিএ আটকে রেখেছিল কেন্দ্র। ২০২০ সাল থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত কেন্দ্র সরকারের অধীনস্থ কর্মচারীদের ডিএ দেওয়া বন্ধ রেখেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কারণ, সেই সময় দেশের পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয়েছিল এই বিশেষ পদক্ষেপ। তবে সেটি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো অবধি পূরণ করেনি কেন্দ্র। যে কারণে বারংবার এই দাবি তুলে আসছে কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবীদের সংগঠনগুলি।

সম্প্রতি, ভারতীয় মজদুর সংঘের সাধারণ সম্পাদক মুকেশ সিং এই বিষয়ে কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে একটি চিঠি লিখেছেন। এই চিঠিতে তিনি বর্তমানে কর্মরত সরকারি কর্মীদের বকেয়া ডিএ পরিশোধের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের এরিয়ার প্রদানের দাবিও জানিয়েছেন। কারণ করোনাকালীন সময়ে সরকারি কর্মীদের বিশেষ অবদান স্বরূপ এই বকেয়া টাকা ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। তবে তার আশা, ভোটের আগে যে এই বিষয়ে সমাধানের পথ বেরিয়ে আসতে পারে। আর এমনটা হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একসাথে অনেকটা টাকা পেয়ে যাবেন বকেয়া ডিএ বাবদ।

উল্লেখ্য, ২০২৪ সালটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বয়ে আনবে একের পর এক সুখবর। এই বছরই সপ্তম বেতন কমিশনের আওতায় এবার তাদের ডিএ ৫০ শতাংশ অতিক্রম করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে তাদের। সেটি থেকেই বৃদ্ধি পাবে চলতি বছরে। তবে মহার্ঘভাতা বৃদ্ধির সঙ্গে কর্মচারীদের অন্যান্য ভাতাও ৩ শতাংশ বাড়বে বলে খবর মিলেছে। এই কারণেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আসন্ন অর্থবর্ষে।