লকডাউনে দেশজুড়ে বেশ কিছু পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে কিছু যেমন নেতিবাচক, তেমনই কিছু পরিবর্তন হয়েবহে যুগান্তকারী। আর তেমনই একটি পরিবর্তন হল UPI পেমেন্ট সিস্টেম। কারণ এই করোনাকালীন সময়ে ভাইরাস সংক্রমণের ভয়ে অনেকেই কাঁচা টাকা লেনদেন বন্ধ করেন। আর এর বিকল্প হিসেবে এই সময় থেকেই জনপ্রিয়তা লাভ করে UPI Payments-এর পন্থা। ব্যাঙ্ক ট্রান্সফারের ঝক্কি না সহ্য করে সহজেই UPI-এর মাধ্যমে টাকা লেনদেনের বিষয়টিকে যেন কয়েকমাসে আপন করে নেয় দেশবাসী। আর সেই কারণেই অল্প সময়ে UPI ব্যবহারকারীর সংখ্যাটা বেড়ে যায় কয়েকগুণ।
বর্তমানে অনেক থার্ড-পার্টি এপ্লিকেশনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সংযুক্ত করে সেখান থেকে একটি UPI আইডি তৈরি করে মোবাইলের মাধ্যমে ডিজিটাল টাকা লেনদেন করা যায়। এই ক্যাশলেস টাকা লেনদেনের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। সেই কারণেই PhonePe, GooglePay-এর মত এপ্লিকেশনগুলি জনপ্রিয় হয়েছে ব্যাপকভাবে। তবে এবার এই UPI পেমেন্ট পদ্ধতিকে কাজে লাগিয়ে গ্রাহকদের এক বড়সড় পরিষেবা দেওয়ার কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার শুধুমাত্র ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে ব্রাঞ্চে না গিয়ে কিংবা ATM কার্ড ছাড়াই জমা দেওয়া যাবে টাকা।
সম্প্রতি, রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। আর এই বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, এবার থেকে কিভাবে UPI-এর মাধ্যমে টাকা জমা দেওয়া যায়, সেই বিষয়ে ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক। আর এর জন্য দেশের CDM এটিএম মেশিনগুলিকে ব্যবহার করবে আইবিআই। জানা গেছে, এই ধরণের মেশিনে শুধুমাত্র এটিএম কার্ড দিয়ে টাকা জমা দেওয়া যায়। তবে এবার এই মেশিন দিয়েই UPI মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে এই নিয়ম কবে চালু হবে তা ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্ক।
প্রসঙ্গত, কয়েকমাস আগেই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-এর সঙ্গে সমন্বয় করে NCR কর্পোরেশন দ্বারা পরিচালিত UPI এটিএম দেশে প্রথমবার চালু করেছে ব্যাঙ্ক অফ বরোদা। এই পাবলিক সেক্টর ব্যাঙ্ক ইতিমধ্যে সারা দেশে এমন ৬ হাজার এটিএম মেশিন বসিয়েছে, যার মাধ্যমে এটিএম কার্ড ছাড়াই তোলা যাবে টাকা। সূত্রের খবর, এই ধরণের UPI এটিএমগুলি একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে কাজ করবে। এগুলি ইন্টার অপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল বা ICCW প্রযুক্তির মাধ্যমে QR-ভিত্তিক উইথড্রয়াল পদ্ধতির মাধ্যমে টাকা লেনদেন করতে সক্ষম।