সময়ের সঙ্গে মানুষের জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। বিগত পাঁচ বছর আগের থেকে এখন মানুষের জীবনধারা অনেক বেশি বদলে গিয়েছে। সেই সঙ্গে বেড়েছে সাংসারিক খরচও। বলা বাহুল্য, এখন একটি ‘মাইক্রো-ফ্যামিলি’তেও একজনের উপার্জনে সংসার চলে না। তাই পরিবারের একজন চাকরি করলেও তিনি আবার অন্য উপার্জনের পথ খুঁজতে থাকেন। আর এই কারণেই বাড়ির মধ্যে বসেই ছোটখাটো ব্যবসা শুরুর কথা ভাবছেন অনেকেই। অনেকে যদিও এই ধরণের ব্যবসা শুরুও করে দিয়েছেন ইতিমধ্যে।
কিন্তু ব্যবসা শুরুর কথা ভাবা আর ব্যবসা শুরু করার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। কারণ একটি ব্যবসা শুরু করতে গেলে অনেকগুলি বিষয় আগে থেকে ভেবে রাখতে হয়। ব্যবসা শুরু করতে গেলে মূলধন থেকে কাঁচামালের যোগান এমনকি দ্রব্যের বিক্রয়স্থল খুঁজতে হিমসিম খেয়ে যান অনেকেই। তবে এই প্রতিবেদনে আপনার জন্য এমন একটি ব্যবসার সন্ধান রয়েছে যা থেকে আপনি ভালো মুনাফা অর্জন করতে পারবেন।
আমরা কথা বলছি আর্টিফিসিয়াল গয়নার ব্যবসা। এই ব্যবসাটি আজকাল ব্যাপক লাভজনক একটি ব্যবসার বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করছে। কারণ এখন সাবেকি গয়নার পরিবর্তে অনেকেই কাস্টোমাইজড গয়না পরতে বেশি ভালোবাসেন। বিভিন্ন পোশাকের সঙ্গে বেশ মানানসই হয় এইসব গয়না। আর এই গয়নাগুলি বাড়িতেই কাস্টমাইজ করা যায়। তাই সামান্য রং, তুলি, চুমকি ও পুঁথি কিনে আপনিও শুরু করতে পারেন এই ব্যবসা। এই ব্যবসার ভালো ভবিষ্যৎ রয়েছে কিন্তু।
এবার জেনে নিন যে এই ব্যবসা থেকে লাভ ও লোকসানের হিসেবটা কেমন হবে। এই ব্যবসা শুরু করতে গেলে হাতে মাত্র ১০ হাজার টাকা নিয়ে নামতে পারেন। এক্ষেত্রে আপনাকে এই টাকায় বাজার থেকে কাঁচামাল কিনতে হবে। এজন্য আপনি যদি পাইকারি বাজারে কিনতে পারেন তাহলে অনেকটা সস্তা হবে কাঁচামাল। এবার বাড়িতে সেসব তৈরি করে কোনো দোকানে বা অনলাইন স্টোরে বিক্রি করলে ১০ হাজার টাকার সামগ্রী থেকে আপনি রোজগার করতে পারেন ৩০ হাজার টাকা অবধি। এছাড়াও নিজের দোকান বানিয়ে ব্যবসা করতে পারলে আরো বড় স্কেলে ব্যবসাটি এগিয়ে নিয়ে যেতে পারবেন। সবথেকে বড় বিষয় হল মহিলারাও এই ব্যবসাটি স্বচ্ছন্দে করতে পারবেন।