প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

SBI: ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার, স্টেট ব্যাঙ্কের একজোড়া স্কিমে টাকা রাখলেই বাম্পার লাভ

বড় অঙ্কের অর্থকে সুরক্ষিভাবে বিনিয়োগ করার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একদিকে টাকা যেমন সুরক্ষিত থাকে, তেমনই একটি নির্দিষ্ট সময়সীমা অবধি সেই টাকা…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বড় অঙ্কের অর্থকে সুরক্ষিভাবে বিনিয়োগ করার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একদিকে টাকা যেমন সুরক্ষিত থাকে, তেমনই একটি নির্দিষ্ট সময়সীমা অবধি সেই টাকা রাখলেই ভালো সুদ পাওয়া যায়। যে কারণে সময়কাল শেষ হয়ে যাওয়ার পর রিটার্ন মেলে বেশ ভালো। এদিকে নানা ব্যাঙ্ক বা সংস্থায় ফিক্সড ডিপোজিট করা গেলেও State Bank of India-তে এই ধরণের দীর্ঘমেয়াদি বিনিয়োগ বেশি জনপ্রিয়। তার কারণ যেমন একদিকে SBI হল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম, পাশাপাশি এই ব্যাঙ্ক গ্রাহকদের দীর্ঘমেয়াদি এই ধরণের বিনিয়োগে ভালো হারে রিটার্ন পাওয়া যায়।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেশ কিছু ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে। এরকমই দুটি লাভজনক স্কিম হল SBI We Care For Senior Citizen Scheme, এবং SBI Amrit Palash Scheme। দুটিই সীমিত মেয়াদের স্কিম হলেও উচ্চ সুদের হার অফার করে। উল্লেখ্য, ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট গ্রাহকদের ৩% থেকে ৭.১% সুদ দিয়ে থাকে।

◆ SBI Amrit Kalash Deposit Scheme: দেশের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফেব্রুয়ারিতে ৪০০ দিনের একটি নির্দিষ্ট মেয়াদী স্কিম চালু করেছে৷ এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬ শতাংশ এবং অন্যদের জন্য ৭.১ শতাংশ সুদের হার অফার করে৷ এই স্কিমটি আগামী ৩১ শে মার্চ, ২০২৪-এ শেষ হতে চলেছে। তাই আপনিও এমন কিছু পরিকল্পনা করে থাকলে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। হাতে সময় মাত্র এক সপ্তাহ।

◆ SBI We Care Deposit Scheme: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবীণ নাগরিকদের জন্য তার বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে, যা হল SBI WeCare। এই স্কিম ৫ বছর থেকে ১০ বছরের মধ্যে মেয়াদে বয়স্কদের জন্য উচ্চ সুদের হার অফার করে। এর মেয়াদ ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই স্কিমটি নতুন আমানত এবং পরিপক্ক আমানতের পুনর্নবীকরণের জন্য উপলব্ধ। এই স্কিমে সাধারণ নাগরিকদের ৬.৫ শতাংশ হারে সুদ দেওয়া হলেও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এটিতে সুদের হার হল ৭.৫ শতাংশ। এই স্কিমটি আগামী ৩১ শে মার্চ, ২০২৪-এ শেষ হতে চলেছে। তাই আপনিও এমন কিছু পরিকল্পনা করে থাকলে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।