প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

LIC: সুরক্ষার সঙ্গে এবার দুর্দান্ত রিটার্ন দিচ্ছে LIC, শুধুমাত্র বিনিয়োগ করতে হবে এই বিশেষ পলিসিতে

কর্মজীবনে আমরা সকলেই রোজগার করি। আর কষ্টার্জিত সেই রোজগারের টাকা সঞ্চয় করতে সকলেই চায়। আর তার সাথে যদি পাওয়া যায় জীবনবিমা, সঙ্গে ভালো হারে রিটার্ণের অঙ্ক, তাহলে তো সোনায় সোহাগা।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

কর্মজীবনে আমরা সকলেই রোজগার করি। আর কষ্টার্জিত সেই রোজগারের টাকা সঞ্চয় করতে সকলেই চায়। আর তার সাথে যদি পাওয়া যায় জীবনবিমা, সঙ্গে ভালো হারে রিটার্ণের অঙ্ক, তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু বর্তমানে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে অন্যান্য সংস্থার উপর তেমন ভরসা করেন না নাগরিকরা। কারণ অবশ্য একটাই, ভুঁইফোড় সব চিটফান্ড। তবে সেসব ঝুঁকি ছাড়াই টাকা বিনিয়োগ করার বিষয়ে অনেকের প্রথম পছন্দ হল LIC। অনেকেই এই বীমা সংস্থাকে একমাত্র ভরসযোগ্য সংস্থা বলে মনে করেন।

আর এবার LIC নিয়ে এক আকর্ষণীয় একটি প্ল্যান, যার মাধ্যমে মাত্র ৫ বছরের মধ্যে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুন রিটার্ন পাওয়া সম্ভব। অর্থাৎ মেয়াদ পূর্তির সময় একটা বড়সড় অঙ্কের টাকা পাওয়ার সুযোগ থাকছে LIC-র এই পলিসিতে। পাশাপাশি, পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলেও মিলবে লাভ। জীবনবিমা সংস্থার এই পলিসির নাম হল এলআইসি ইনডেক্স প্লাস পলিসি বা LIC Index Plus Policy। এখন একনজরে দেখে নিন এই পলিসির বিস্তারিত কিছু তথ্যাবলী।

এই পলিসিতে আপনাকে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে হবে না। তবে আপনি চাইলে আয়নার বিনিয়োগ চালিয়ে যেতে পারেন। সেই সুযোগ দিয়ে থাকে LIC। এক্ষেত্রে আপনি সর্বনিম্ন ১০ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। এবার এটিকে আয়নার ইচ্ছেমতো বাড়াতেও পারেন। এই পলিসিতে বিনিয়োগের ক্ষেত্রে বয়সের সীমা রোলহ হয়েছে ১৮ থেকে ৮৫ বছর। অর্থাৎ এই বয়সী বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারবেন। তবে যেহেতু এটি মার্কেট ঝুঁকির উপর নির্ভরশীল, তাই প্রাপ্তবয়স্ক হলে তবেই বিনিয়োগ করা উচিত।

এই পলিসির পলিসি হোল্ডার যদি মেয়ারপূর্তি অবধি জীবিত থাকেন তাহলে মেয়াদ শেষে সম্পুর্ন রিটার্ন পাবেন তিনি। তবে যদি পলিসি চলার মাঝে পলিসি হোল্ডারের মৃত্যু হয়, তাহলে তার নমিনি বিমাকৃত অর্থ সহ সম্পূর্ন রিটার্ন পাবেন। এক্ষেত্রে সুদ পাওয়া যায় ১৫ শতাংশ অবধি। এই পলিসির ন্যূনতম মাসিক প্রিমিয়াম ২৫০০ টাকা, ত্রৈমাসিক প্রিমিয়াম ৭৫০০ টাকা, অর্ধ বার্ষিক প্রিমিয়াম ১৫০০০ টাকা এবং বাৎসরিক প্রিমিয়াম ৩০০০০ টাকা। তবে এই পলিসিটি আয়কর ছাড়ের আওতায় পড়েন। তাই এই পলিসির বাৎসরিক প্রিমিয়াম ২৫০০০০ টাকার বেশি হলে তার জন্য গুনতে হবে আয়কর।