প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Govt Scheme: তিন ধাপে ৫০ হাজার টাকা দিচ্ছে কেন্দ্র, এই দুটি নথি থাকলে আপনিও পাবেন

বর্তমান সময়ে চাকরির বন্ধন থেকে মুক্তি পেতে চাইছেন অনেকেই। তাই আজকালকার দিনে ভারতের নাগরিকদের মধ্যে ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। মূলধন অনুযায়ী সকলেই এখন ব্যবসার কথা চিন্তাভাবনা করছেন। কেউ…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বর্তমান সময়ে চাকরির বন্ধন থেকে মুক্তি পেতে চাইছেন অনেকেই। তাই আজকালকার দিনে ভারতের নাগরিকদের মধ্যে ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। মূলধন অনুযায়ী সকলেই এখন ব্যবসার কথা চিন্তাভাবনা করছেন। কেউ কেউ যেমন বেশি মূলধন নিয়ে বড়সড় ব্যবসায় নামার কথা ভাবছেন, তেমনই আবার অনেকে ছোটখাটো অঙ্কের মূলধন নিয়ে বিভিন্ন ‘স্টার্ট-আপ’ করার কথা চিন্তাভাবনা করছেন। তাই অনেকের মতে আগামী প্রজন্ম হয়তো ভারতের বুকে এক অন্য স্বনির্ভর শিল্পবিপ্লব দেখতে চলেছে।

আপনার মনেও হয়তো এসেছে এমন কিছু চিন্তাভাবনা। কিন্তু ব্যবসা তো আর মুখের কথা নয়। কারণ ব্যবসার কথা ভাবা আর ব্যবসা শুরু করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। যেকোনো ব্যবসা শুরু করার আগে প্রধান বিষয় হল তার মূলধন জোগাড়। শুধুমাত্র মূলধনের অভাবে অনেক ভালো ভালো পরিকল্পনা মাঠেই মারা যায়। অনেকেই ভালো কিছু ভেবেও ব্যবসা শুরু করতে পারেন না শুধুমাত্র টাকার অভাবে। তবে এবার থেকে ছোট উদ্যোগপতীদের এই চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। তাই দেশজুড়ে চালু হয়েছে প্রধানমন্ত্রী স্বানিধি যোজনা।

এটি হকারদের জন্য চালু হওয়া একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ব্যবসা চালানোর জন্য রেজিস্টার্ড হকাররা পেয়ে যাবেন ৫০ হাজার টাকা। তবে অনুদান হিসেবে নয়, কম সুদে সহজ কিস্তিতে লোন হিসেবে মিলবে এই টাকা। তিনটি ধাপে এই টাকা পাবেন হকাররা। প্রথমে দেওয়া হবে ১০ হাজার টাকার লোন। মাসে মাসে সেই লোন পরিশোধ হয়ে গেলে আরো ২০ হাজার টাকা পাওয়া যাবে। আবার সেই লোন পরিশোধ করলে পাওয়া যাবে আরো ২০ হাজার টাকা। ব্যাঙ্কের মাধ্যমে এই লোনের টাকা পাবেন হকাররা। তবে তার জন্য তাদের কাছে বৈধ ট্রেড লাইসেন্স এবং হকার কার্ড থাকা বাধ্যতামূলক।

এবার জেনে নিন যে আপনিও কিভাবে এই লোন পাবেন। এই লোন পেতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য একটি নির্দিষ্ট পোর্টাল চালু রয়েছে সর্বক্ষণ। তার জন্য আপনার ব্রাউজার থেকে https://pmsvanidhi.mohua.gov.in/ -এই ওয়েবসাইট খুলতে হবে। সেখানে ঋণের জন্য যে অপশন দেখতে পাবেন সেখানে ঢুকে নির্ভুলভাবে সব তথ্য দিতে হবে। এরপর স্ক্রিনে দেখাবে যে আপনি এই লোনের যোগ্য কিনা। তারপর আবেদন করার অপশন আসবে। সেখানে আবেদন করতে হবে। তারপর সেইসব নথি জমা দিতে হবে ব্যাঙ্কে। সবকিছু সঠিকভাবে হলে এক মাসের মধ্যে পেয়ে যাবেন লোনের টাকা।