সামনেই লোকসভা ভোট। দেশের গণতন্ত্রের সবথেকে বড় উৎসব এই নির্বাচন। সেই কারণেই চলতি বছরের শুরুতেই যেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসবে এক বড়সড় সুখবর, তা মোটামুটি নিশ্চিত। যদিও গত বছর থেকেই খুশির জোয়ারে ভাসছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কারণ গত বছর মোদি সরকারের কর্মীদের মহার্ঘভাতা একলাফে বেড়েছিল অনেকটা। বছরের প্রথম মহার্ঘভাতা বৃদ্ধির সময় ৪ শতাংশ হারে বেড়েছিল মহার্ঘভাতা। ফলে একলাফে ৪২ শতাংশ থেকে বেড়ে সেটি হয়েছিল ৪৬ শতাংশ। আর তারপর থেকেই এই বছরে ফের একবার এই ভাতা বেড়ে ৫০ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে কেন্দ্রের মতোই অন্যান্য রাজ্যের সরকারগুলি কর্মীদের মহার্ঘভাতা প্রদান করে থাকে। সম্প্রতি, মধ্যপ্রদেশ, ওড়িশা, কর্ণাটক, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্য সরকার তাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়িয়েছে। যার ফলে খুশির জোয়ার এসেছে সেইসব রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে। এককথায় সব কর্মীদের মন জয় করতে এখন বদ্ধপরিকর কেন্দ্র ও রাজ্য। আর এবার এই খুশি কর্মচারীদের তালিকায় জুড়ে গেল LIC সংস্থায় কর্মরত কর্মী ও পেনশনভোগীদের নাম।
সম্প্রতি, কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রকের ঘোষণা এসেছে এই মর্মে। সেই ঘোষণায় জানানো হয়েছে যে এবার LIC-তে কর্মরত কর্মীদের বেতন বাড়ানো হবে। জানা গেছে, এবার থেকে এই সরকারি সংস্থায় কর্মরত কর্মীদের বেতন বাড়ছে ১৭ শতাংশ হারে। এর সুবিধা পাবেন কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীরাও। এর ফলে উপকৃত হবেন দেশের ১.১০ লক্ষ কর্মী এবং প্রায় ৩০ হাজার পেনশনভোগী কর্মী। জানা গেছে, ২০২২ সালের ১ আগস্ট থেকে এই বৃদ্ধি কার্যকর করা হয়েছে। সেই কারণেই এবার অনেকটা বকেয়া টাকা একসাথে পেতে চলেছেন LIC কর্মীরা।
এদিকে চলতি বছরের শুরুতেই যেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসবে এক বড়সড় সুখবর, তা মোটামুটি নিশ্চিত। যদিও গত বছর থেকেই খুশির জোয়ারে ভাসছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কারণ গত বছর মোদি সরকারের কর্মীদের মহার্ঘভাতা একলাফে বেড়েছিল অনেকটা। বছরের প্রথম মহার্ঘভাতা বৃদ্ধির সময় ৪ শতাংশ হারে বেড়েছিল মহার্ঘভাতা। ফলে একলাফে ৪২ শতাংশ থেকে বেড়ে সেটি হয়েছিল ৪৬ শতাংশ। আর তারপর থেকেই এই বছরে ফের একবার এই ভাতা বেড়ে ৫০ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।