প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Vineeta Singh: কোটি টাকার চাকরি ছেড়ে অন্তর্বাস ব্যবসার ভাবনা, শেষমেষ ‘সুগার’ থেকেই জনপ্রিয় বিনীতা

বিনীতা সিং হলেন একজন ভারতীয় উদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি সুগার কসমেটিকস নামক জনপ্রিয় প্রসাধনী সামগ্রী নির্মাতা কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বা CEO। তিনি 'সোনি টিভি'-র বিখ্যাত ব্যবসায়িক অনুষ্ঠান 'শার্ক ট্যাঙ্ক…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বিনীতা সিং হলেন একজন ভারতীয় উদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি সুগার কসমেটিকস নামক জনপ্রিয় প্রসাধনী সামগ্রী নির্মাতা কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বা CEO। তিনি ‘সোনি টিভি’-র বিখ্যাত ব্যবসায়িক অনুষ্ঠান ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-র একজন বিচারক ও বিনিয়োগকারী। এই জনপ্রিয় শোয়ের দৌলতে তিনি এখন যথেষ্ট জনপ্রিয় দেশজুড়ে। সেই কারণেই আজকাল এই মহিলাকে অনেকেই চেনেন। যার ব্যবসায়িক চিন্তাভাবনা, ব্যবসায়িক প্রতিভা সম্পর্কে অনেকেই এখন অবগত। তবে অনেকেই তার অতীত জীবন সম্পর্কে জানেন না। এই নিবন্ধে এই মহিলার অতীত জীবনটা একটু চর্চায় আনা যাক।

বিনীতা সিং ১৯৮৩ সালে গুজরাটের আনন্দে জন্মগ্রহণ করেন। তার মা যথেষ্ট উচ্চশিক্ষিতা মহিলা। তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। এদিকে বিনীতার বাবা তেজ পি. সিং পেশায় একজন চিকিৎসক। শুধু চিকিৎসক নয়, অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান-এর একজন বায়োফিজিসিস্ট তিনি। তাই শিক্ষিত পরিবারের জন্ম ও বেড়ে ওঠা বিনীতার। তিনি ২০০১ সালে দিল্লি পাবলিক স্কুল থেকে তার স্কুল শিক্ষা শেষ করেন। তারপরে তিনি সেই বছরে মাদ্রাজ আইআইটি থেকে বৈদ্যুতিক প্রকৌশল বিভাগে ২০০৫ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ২০০৭ সালে আহমেদাবাদের এমআইটি থেকে এমবিএ করেন করেন।

জানা যায়, এমবিএ করার সময় ২০০৬ সালে তিনি ডয়চে ব্যাঙ্কে ইন্টার্ন হিসেবে কাজ করেছিলেন এবং বার্ষিক ১ কোটি টাকা বেতন সত্ত্বেও সেই কোম্পানির চাকরি প্রত্যাখ্যান করেছিলেন৷ চাকরির পরিবর্তে তিনি নিজস্ব অন্তর্বাস ব্যবসা শুরু করতে চেয়েছিলেন। সঙ্গে ছিলেন তার কয়েকজন ব্যাচমেট। কিন্তু তারা প্রয়োজনীয় বিনিয়োগ সংগ্রহ করতে না পারার কারণে সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। তবে ২০০৭ সালে বিনীতা সিং তার প্রথম স্টার্টআপ কোয়েৎজাল প্রতিষ্ঠা করেন। তিনি ২০১২ সালে তার দ্বিতীয় স্টার্টআপ ফ্যাব-ব্যাগ শুরু করেছিলেন। তার তৃতীয় স্টার্টআপ সুগার কসমেটিকস তিনি তার স্বামীর সাথে ২০১৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন।

এই তৃতীয় স্টার্টআলের কারণেই জনপ্রিয়তা পেয়েছেন বিনীতা। ২০২২ সালের সেপ্টেম্বরে বলিউড তারকা রণবীর সিং তার কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন। সেই বছরই সুগার কসমেটিকসের একজন প্রচারক হয়েছিলেন। এছাড়াও ব্যক্তিগত জীবনকেও একইভাবে গুরুত্ব দেন বিনীতা। ২০১১ সালে বিনীতা সিং কৌশিক মুখোপাধ্যায়কে বিয়ে করেন। এই দম্পতির ২ জন ছেলে সন্তান রয়েছে।