প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Rashmika-Vijay: বাবা হতে চান বিজয়, রশ্মিকার সঙ্গেই কি বিয়ের পরিকল্পনা দক্ষিণী অভিনেতার!

প্রথমে দক্ষিণী ছবি 'পুস্পা: দ্য রাইজ'-এ সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে, তারপর 'অ্যানিমেল' ছবিতে রণবীর কাপুরের সঙ্গে সাবলীল অভিনয় করে চর্চায় এসেছেন সুন্দরী অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ধীরে ধীরে এই দক্ষিণী অভিনেত্রী…

Published By: Debaprasad Mukherjee | Published On:

প্রথমে দক্ষিণী ছবি ‘পুস্পা: দ্য রাইজ’-এ সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে, তারপর ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে সাবলীল অভিনয় করে চর্চায় এসেছেন সুন্দরী অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ধীরে ধীরে এই দক্ষিণী অভিনেত্রী হয়ে উঠেছেন জাতীয় ‘ক্রাশ’। তার দুই ঠোঁটের মিষ্টি হাসি ও চোখের হালচালে প্রায়ই ঘায়েল হয় ভক্তরা। সেই কারণেই দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি থেকে মুম্বইয়ের বলি দুনিয়ায় পা রাখতে তাকে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। বলা যায়, অল্প সময়েই তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী।

তবে ‘পুস্পা: দ্য রাইজ’ ছবির আগেই দক্ষিণী সিনেমার বড় পর্দায় পরিচিত হয়ে উঠেছিলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তার অভিনীত ‘গীতগোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবিদুটি বেশ জনপ্রিয় হয়েছিল দর্শকমহলে। আর এই দুটি ছবিতেই তিনি জুটি বেঁধেছিলেন অভিনেতা বিজয় দেবেরকোন্ডার সঙ্গে। তারপর থেকেই মাঝে মাঝে তার এবং অভিনেতা বিজয় দেবেরকোন্ডার মধ্যে প্রেমের সম্পর্কের গুঞ্জনও উঠতে শুরু করে। এটি যে শুধুই গুজব, তাও বারবার স্পষ্ট হয় অভিনেত্রীর কথায়। তিনি বলেন, তারা দুজন খুব ভালো বন্ধু।

এদিকে এসব গুঞ্জনকে বারবার পাশ কাটিয়েছেন অভিনেতা বিজয়ও। যদিও এই বছরের শুরুতে ফের তাদের সম্পর্কের একটা গুঞ্জন নতুনভাবে শুরু হয়েছিল। এমনকি শোনা গিয়েছিল যে অভিনেতা বিজয় দেবেরকোন্ডা নাকি ফেব্রুয়ারিতেই জীবনের বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। অনেকেই দাবি করেছিলেন যে বছরের দ্বিতীয় মাসেই রশ্মিকার সঙ্গে বাগদান সারতে চলেছেন অভিনেতা। তবে ফেব্রুয়ারি পেরিয়ে গেলেও তেমন কোনো খবর শোনা যায়নি। তাই এখনও রশ্মিকা ও বিজয়ের সম্পর্ক গুঞ্জনের স্তরেই রয়ে গেছে।

তবে সম্প্রতি, এই জল্পনায় জল ঢেলেছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরকোন্ডা নিজেই। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান যে এখনই তার বিয়ের কোনো সম্ভাবনা নাকি নেই। তবর এক অনুষ্ঠানে এসে বিজয় জানান যে তিনি বিয়ের করতে চান এবং বাবাও হতে চান। তবে এক্ষেত্রে তার একটি শর্ত রয়েছে বলেও জানান অভিনেতা নিজে। আর সেই শর্তটি হল যে পাত্রীকে তিনি বিয়ের করবেন, তোকে তার পরিবারের সকলের পছন্দসই হতে হবে। কিন্তু সেই পাত্রীর নাম নিয়ে এখনো কোনো খোলসা করেননি অভিনেতা।