প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Srabanti Chatterjee: পোশাকের ফাঁকে ঠিকরে বেরোচ্ছে যৌবন, খোলামেলা লুকে ভাইরাল শ্রাবন্তী

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম খ্যাত ও সমালোচিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী চ্যাটার্জী। বিগত দশক থেকে তিনি যেমন একাধিক প্রজন্মের কাছে পেয়েছেন 'হার্টথ্রব' তকমা, তেমনই তাকে নিয়ে বারবার হয়েছে কাটাছেঁড়া।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম খ্যাত ও সমালোচিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী চ্যাটার্জী। বিগত দশক থেকে তিনি যেমন একাধিক প্রজন্মের কাছে পেয়েছেন ‘হার্টথ্রব’ তকমা, তেমনই তাকে নিয়ে বারবার হয়েছে কাটাছেঁড়া। শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা হয়েছে নানা মহলে। তবে সেসবে বিশেষ আমল দেননা অভিনেত্রী। তিনি থাকেন নিজের মতো করেই। আসলে তার কাছে জীবনের সংজ্ঞাটা হয়তো অন্য সবার থেকেই আলাদা। বারেবারে অভিনেত্রী নিজেও সেকথা বলে এসেছেন।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টাইলিংয়েও বেশ পটু এই অভিনেত্রী। সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। অভিনেত্রী ভক্তদের ছুঁয়ে থাকেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। সেখানেই তাকে বিভিন্ন সময়ে নানা রূপ ও অবতারে দেখা যায়। কখনো এক্কেবারে ট্র্যাডিশনাল লুকে ধরা দেন অভিনেত্রী, কখনো আবার বোল্ড পাশ্চাত্য পোশাকেও তাকে দেখা যায়। আবার মাঝেমধ্যে তিনি সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের সাথে। কখনো সেটা তার মজার মুহূর্ত হয়, কখনো আবার সেটা হয় কোনো শখ পূরণ বা স্বপ্নপূরণ।

আর এবার অভিনেত্রীকে দেখা গেল এমনই একটি খোলামেলা সাজে, যা দেখলে ঘেমে নেয়ে একাকার হচ্ছেন ভক্তরা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হয়সন্দেল তর্কে একগুচ্ছ ছবি আপলোড করেছেন শ্রাবন্তী। আর সেই ছবিতে তাকে দেখা বোল্ড লুকে। ছবিতে তাকে কখনো দেখা গেল কালো রংয়ের একটি ডিপনেক ওয়ানপিসে। পোশাকের ফাঁকে অর্ধেক উন্মুক্ত হয়েছে তার ক্লিভেজ। কালো পোশাক থেকে যেন ঠিকরে বেরোচ্ছে তার যৌবনের রূপরেখা। খোলা চুল, নিউড মেকআপ লুকে যেন আরো বেশি সুন্দরী করে তুলেছে অভিনেত্রীকে।

ছবি দেখেই বোঝা যাচ্ছে যে কোনো সুসজ্জিত ফটোশুট লোকেশনে তোলা হয়েছে ছবিগুলো। এই ছবি ইনস্টায় দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমার আমার সব ঢেউয়ের সীমা ধরে থাকি’। তার এই পোস্ট যে অনুরাগীদের মুগ্ধ করেছে, তা কমেন্ট বক্সে নজর দিলেই সুস্পষ্ট হয়। কারণ সেখানে অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়। অনেকেই ভালোবাসা, মুগ্ধতা ও আগুনের ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। আবার অনেকেই বয়সের অনুপাতে তার সৌন্দর্যের প্রশংসা করেছেন দুহাত ভরে।