সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক প্রতিভা ও লড়াইয়ের গল্প এসেছে জনসমক্ষে। অনেকেই আবার খুব কম সময়ে সোশ্যাল মিডিয়ার ‘সেনসেশন’ হয়ে উঠেছেন। এমনই একজন ‘স্মার্ট নন্দিনী’। নামটা সকলেরই কমবেশি শোনা। কালো টপ, জিন্স, গলায় ব্লুটুথ ইয়ারফোন- হাসিমুখে মেয়েটিকে খাবার পরিবেশন করতে সকলেই দেখেছেন। কেউ মোবাইল স্ক্রিনে দিদিকে দেখেছেন, কেউ আবার গিয়ে চেখে এসেছেন তার হোটেলের খাবার। কলকাতার অফিসপাড়া নামে পরিচিত ডালহৌসির ফুটপাতে তাদের একটি ছোট্ট ভাতের হোটেল রয়েছে। আর সেই সূত্রেই বিখ্যাত হয়েছেন তিনি।
তবে এবার এই নন্দিনী দিদি এক অন্য কারণে চর্চায় উঠে এসেছেন। এবার তার একটি ভিডিওকে ঘিরে তোলপাড় হল নেটপাড়া। তোকে অহংকারী তকমা দিতেও ভুলে গেলেন না অনেকে। ঘটনার সূত্রপাত এক ফুড ব্লগারকে ঘিরে। যদিও ফুড ব্লগারের দৌরাত্ম্য নিয়ে এর আগেও অনেকবার মেজাজ হারিয়েছেন নন্দিনী। তাও তিনি সময়ে অসময়ে সকলের সঙ্গেই কথাবার্তা বলে থাকেন। সম্প্রতি, তার হোটেলে ‘মস্তি ভ্লগ বাঙালি’ নামের এক ফুড ব্লগার পৌঁছে গিয়েছিল। যদিও সে গিয়েছিল নিউ টাউন আকাঙ্খা মোড়ে খোলা নন্দিনী দিদির নতুন হোটেলে। আর সেখানেই ঘটে যায় এক বিতর্কিত ঘটনা। সেটি কি, জেনে নিন।
ওই ব্লগার নন্দিনীর হোটেলে খাওয়া-দাওয়া করেন। কিন্তু খাওয়ার পর কোল্ড ড্রিংকস খেতে খেতে সে হোটেলের মাছের দাম নিয়ে অভিযোগ জানায়। আর সেটা শুনেই রীতিমতো মেজাজ হারিয়ে যায় নন্দিনীর। সপাটে ব্লগারকে জবাব দিতে নন্দিনী বলেন, “আমার ব্যবসা আমি করব… আমি কাউকে গিয়ে জিগ্গেস করছি এত কম দামে কেন বিক্রি করছে। যার খাওয়ার সে খাবে, যে পারবে না সে খাবে না।” এছাড়াও একইসঙ্গে নন্দিনী বলেন, “সব ব্যবসায়ী এক ধরণের ব্যবসা করে কম্পিটিশন কোথায় হবে, তারা খেতে পারলে খাবে, না হলে আসবে না। কম দামের তো অনেক দোকান রয়েছে সেখানে খাবে।”
আজকাল সামাজিক মাধ্যমে এমন সেলিব্রিটিদের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তার কারণ হল তাদের আগুনের মতো বাড়তে থাকা জনপ্রিয়তা। সেই কারণেই এই স্মার্ট দিদির হোটেলের ভিডিও বানিয়ে অনেকেই মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছেন। সেই সঙ্গে বেড়েছে তার সামাজিক মাধ্যম হ্যান্ডেলের জনপ্রিয়তাও। তাই এই ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। আর এই ভিডিওটি ভাইরাল হতেই অনেকেই তাকে অহংকারী বলে কটাক্ষ করেছেন। অনেকেই আবার তার পাশে দাঁড়িয়ে ফুড ব্লগারদের বদনাম করেছেন।