প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Dadagiri: ‘দাদাগিরি’ চ্যাম্পিয়ন হলে কি পুরস্কার পাওয়া যায়! ট্রফি, কফি মগ সহ অনেক জিনিস

টেলিভিশনের দুনিয়ায় আজকাল রিয়েলিটি শোয়ের রমরমা বৃদ্ধি পাচ্ছে। শুধু টিভিতে নয়, রিয়েলিটি শোয়ের এমন অবাক ভিডিও আজকাল সামাজিক মাধ্যমেও তুমুল ভাইরাল হয়। মূলত রিয়েলিটি শো বলতে অপ্রকাশিত, অপ্রচারিত মেধার প্রচারের…

Published By: Debaprasad Mukherjee | Published On:

টেলিভিশনের দুনিয়ায় আজকাল রিয়েলিটি শোয়ের রমরমা বৃদ্ধি পাচ্ছে। শুধু টিভিতে নয়, রিয়েলিটি শোয়ের এমন অবাক ভিডিও আজকাল সামাজিক মাধ্যমেও তুমুল ভাইরাল হয়। মূলত রিয়েলিটি শো বলতে অপ্রকাশিত, অপ্রচারিত মেধার প্রচারের উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠানকেই বোঝায়। এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে, শিল্প-কলার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রতিভা রয়েছে অথচ সে প্রতিভার প্রচারের সুযোগ হয় নি, তেমন প্রতিভার অধিকারীকে, জনসমক্ষে তুলে ধরা।সেই কারণেই সাধারণত এই অনুষ্ঠানে প্রতিভাসম্পন্ন একদমই অনামী, অখ্যাত শিল্পীদের নিয়ে আসা হয়।টেলিভিশনের মাধ্যমে, বড় পরিসরে প্রতিভার পরিচিতি তথা প্রচার করার উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করা হয়।

বর্তমানে ভারতীয় টেলিভিশনের দুনিয়ায় ইন্ডিয়ান আইডল, সারেগামাপা, নাচ বলিয়ে ইত্যাদি নামে নানারকম রিয়েলিটি শো হয়ে থাকে। বিদেশের টিভি চ্যানেলগুলিতে ও এরকম অনুষ্ঠান হয়। তবে বাংলায় রিয়েলিটি শোয়ের ব্যাপারটাই যেন আলাদা। কারণ জি বাংলার সারেগামাপা থেকে ড্যান্স বাংলা ড্যান্স কিংবা মিরাক্কেল- এসব হল জনপ্রিয় সব শো। তবে ইদানিং ‘দাদাগিরি’ শোয়ের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এই শোয়ের সঞ্চালক হিসেবে একটি পরিচিত মুখ। এই শোয়ের দশম সিজন অবধি জার্নিতে তাই নয়বার এই সঞ্চালনার ভার সামলেছেন মহারাজ। শুধুমাত্র একবার মিঠুনকে সেই ভূমিকায় দেখা গিয়েছিল। তবে দাদাগিরির মঞ্চ সৌরভ ছাড়া যেন শুন্য।

বর্তমানে জি বাংলায় ‘দাদাগিরি’ রিয়েলিটি শোয়ের দশম সিজন চলছে। আর এই সিজনে ইতিমধ্যে অনেক নামি ও অনামি মুখকে দেখা গেছে পারফর্ম করতে। কিন্তু এই শোয়ের উইনার্স তো অনেকেই হন। কিন্তু তার পুরস্কার কি থাকে? সম্প্রতি, সেটাই দেখিয়েছেন বিখ্যাত ব্যান্ড ‘ক্যাকটাস’-এর গায়ক সিদ্ধার্থ শংকর রায় ওরফে সিধু। এই সিজনের আগের সাত সিজনে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। আর এবারেও অষ্টম বারের জন্য দাদাগিরি চ্যাম্পিয়ন হন তিনি। আর এবার তিনি দেখিয়ে দিলেন তার প্রাপ্ত পুরস্কারের ঝুলি।

সম্প্রতি, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করেছেন সিধু। সেখানেই তার গত সাত সিজনে পাওয়া পুরস্কারের সঙ্গে দেখা যাচ্ছে তার বর্তমান সিজনে পাওয়া পুরস্কারগুলিকেও। ট্রফি ও কফি মাগ ছাড়াও দাদাগিরি চ্যাম্পিয়নরা এই সিজনে পাচ্ছেন কেক, কুকিজ, চানাচুর, ১০ কেজি বাসমতি চাল, আইসক্রিম বোলের সেট, ডিকশনারি, গাছ, রান্না করার মশলা-সহ অনেক কিছু। এগুলো ছাড়াও মোটা অঙ্কের চেক জিতেছেন সিধু। ফাস্টেস্ট ফিফটি করার জন্য তিনি পেয়েছেন ৫০ হাজার টাকার চেক, আর ৩ জন স্পনসরের কাছ থেকে ১০ হাজার, ১০ হাজার আর ৫ হাজার করে ২৫ হাজার টাকার চেক।