প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Mukesh Ambani: ছেলের বিয়েতে হলিউড গায়িকাকে ভাড়া করলেন মুকেশ-নীতা, কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন রিহানা!

ভারতের ধনীতম ব্যক্তিদের তালিকায় উল্লেখযোগ্য স্থানে রয়েছেন রিলায়েন্স জিও কর্ণধার মুকেশ আম্বানি। বিশ্বের ধনকুবেরদের তালিকাতেও প্রথম দেশে থাকে এই শিল্পপতির নাম। অন্যদিকে মুকেশপত্নী নীতা আম্বানির সম্পত্তির পরিমানও নেহাত কম নয়।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ভারতের ধনীতম ব্যক্তিদের তালিকায় উল্লেখযোগ্য স্থানে রয়েছেন রিলায়েন্স জিও কর্ণধার মুকেশ আম্বানি। বিশ্বের ধনকুবেরদের তালিকাতেও প্রথম দেশে থাকে এই শিল্পপতির নাম। অন্যদিকে মুকেশপত্নী নীতা আম্বানির সম্পত্তির পরিমানও নেহাত কম নয়। আইপিএল-এর দলের মালিকানা থেকে অন্যান্য ব্যবসায় শেয়ার, নীতা আম্বানিও সম্পত্তির নিরিখে রয়েছেন বেশ উঁচু স্থানেই। তার নামেও বিশ্বের নানা প্রান্তে নানা ব্যবসা রয়েছে। আর এই সবটাই আম্বানি পরিবারের অন্দরমহল থেকেই পরিচালিত হয়। সব মিলিয়ে বর্তমান ভারতের অন্যতম অভিজাত পরিবার হল এই আম্বানি পরিবার।

এই কারণেই আম্বানি পরিবারের সকলের রোজগার থেকে লাইফস্টাইল সবকিছু নিয়েই চর্চা চলতে থাকে নিত্যদিন। মুকেশ ও নীতা কি খাবার খান, কি পোশাক পরেন, কোন গাড়িতে চড়েন, কোথায় থাকেন- এইসব নিয়ে নানা কৌতূহলের সঞ্চার ঘটে উৎসুকদের মধ্যে। তবে এখন আম্বানি পরিবার অন্য ককেরণে রয়েছে চর্চার কেন্দ্রবিন্দুতে। এখন আম্বানি পরিবারের বিয়েবাড়ি নিয়ে নানা চমকপ্রদ তথ্য শোনা যাচ্ছে চারদিকে। এমনকি এও জানা গেছে যে আম্বানি পরিবারের আসন্ন এই বিবাহ অনুষ্ঠানে একযোগে হাজির থাকবেন বলিউড ও হলিউডের নক্ষত্ররা।

কয়েকদিনের মধ্যেই সাতপাকে বাঁধা পড়বেন মুকেশ ও নীতার পুত্র অনন্ত আম্বানি। প্রখ্যাত নৃত্যশিল্পী রাধিকা মার্চেন্টের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অনন্ত। এই বিবাহবাসর অনুষ্ঠান হবে গুজরাটের জামনগরে। তবে বিয়ের আগেই সেখানে শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান। আর অনন্ত ও রাধিকার এই বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে গান গাইবেন হলিউডের পপ শিল্পী রিহানা। জানা গেছে, বৃহস্পতিবার জামনগরে পৌঁছে গিয়েছেন এই গায়িকা। ইতিমধ্যে রিহার্সেল শুরু হয়ে গিয়েছে তার অনুষ্ঠানের জন্য। ইতিমধ্যে সেইসব প্রস্তুতির ছবি ও ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। জানা গেছে, অনুষ্ঠানের দিন বিখ্যাত ‘ডায়মন্ড’ গানটি গাইবেন রিহানা।

কিন্তু এখন প্রশ্ন উঠছে যে আম্বানি পরিবারের এই বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন রিহানা? এই অঙ্কটা শুনলে অবাক হবেন আপনিও। কারণ জানা গেছে, কনসার্টের মতো একই পারিশ্রমিক দিয়ে রিহানাকে তুষ্ট করবেন মুকেশ আম্বানি। সূত্রের খবর, ৬৬ কোটি থেকে ৭৪ কোটি টাকা নিতে পারেন রিহানা। তবে শুধু রিহানা নয়, এই অনুষ্ঠানে পারফর্ম করবেন অরিজিৎ সিং থেকে দিলজিৎ এমনকি রণবীর, দীপিকা সহ বলিউডের অনেকেই। এককথায় আম্বানি পরিবারের এই বিবাহবাসর হয়ে উঠবে চাঁদের হাট।