প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Indian Singer: অরিজিৎ বা শ্রেয়া নয়, স্টেজ শো করতে সবথেকে বেশি টাকা নেন এই ভারতীয় গায়ক

ভারত হল শিল্প, সাহিত্য, নৃত্য ও সংগীতের দেশ। প্রাচীনকাল থেকেই দেশের সংস্কৃতির সঙ্গে এই কয়েকটি বিষয় জুড়ে রয়েছে ভারতে। এইসব সংস্কৃতির দৌলতে বিশ্বের দরবারে বারবার সমাদৃত হয়েছে ভারতের নাম। তবে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ভারত হল শিল্প, সাহিত্য, নৃত্য ও সংগীতের দেশ। প্রাচীনকাল থেকেই দেশের সংস্কৃতির সঙ্গে এই কয়েকটি বিষয় জুড়ে রয়েছে ভারতে। এইসব সংস্কৃতির দৌলতে বিশ্বের দরবারে বারবার সমাদৃত হয়েছে ভারতের নাম। তবে সবকটির মধ্যে উল্লেখযোগ্য হল এদেশের সঙ্গীতচর্চা। প্রাচীনকাল থেকেই অনেক নামজাদা ভারতীয় শিল্পী গান গেয়েই ভুবন ভরিয়েছেন। বিশ্বজোড়া খ্যাতিও লাভ করেছেন অনেকেই। তাদের মধ্যে কিশোর কুমার, মহম্মদ রফি, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলের নাম সর্বজনবিদিত। তাদের মধ্যে অনেকেই অনেক জাতীয় পুরস্কার এমনকি কেউ কেউ দেশের বাইরেও পেয়েছেন নানা সম্মান।

বর্তমানে এই গানের জগৎকে অনেকাংশে নিয়ন্ত্রিত করে বলিউড। দেশবাসীর কানে কারো মধুর স্বরের সুর পৌঁছানোর জন্য অন্যতম মাধ্যম হল এই বি-টাউন। অনেক গায়ক বা গায়িকা রয়েছেন যারা এই বলিউডে গেয়েই নিজেদের জাত চিনিয়েছেন। বর্তমান প্রজন্মের গায়ক ও গায়িকাদের মধ্যে যাদের নাম সবার আগে উঠে আসে তারা হলেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, বেনি দয়াল, মোহিত চৌহান, নেহা কক্কর, মোনালি ঠাকুর, এদের নাম। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা স্টেজ শো করেন। কিন্তু জানেন কি, ভারতের কোন গায়ক বা গায়িকা একটি স্টেজ শোয়ের জন্য সবথেকে বেশি টাকা নেন! না জানলে দেখুন প্রতিবেদনের বাকি অংশটি।

ভারতের বুকে বা বিদেশের মাটিতে একইসঙ্গে স্টেজ শো করেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও এ.আর.রহমানের মতো গায়ক ও গায়িকারা। তবে তাদের মধ্যে সবথেকে বেশি অর্থের বিনিময়ে স্টেজে নামেন অস্কারজয়ী গায়ক এ.আর.রহমান। জানা যায়, এ.আর.রহমান নাকি একটি স্টেজ শো করার জন্য কয়েকঘণ্টার বিনিময়ে নিয়ে থাকেন তিন কোটি টাকা। তবে এই তথ্যটি কিন্তু এ.আর.রহমান নিজে কিংবা তার ব্যান্ডের কেউই কনফার্ম করেনি। তথ্যটি মিডিয়া রিপোর্টে করা দাবি অনুযায়ী সঠিক বলে মেনে নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, আল্লাহ রাখা রহমান বা এ. এস. দিলীপ কুমার পেশাদারভাবে এ. আর. রহমান নামে পরিচিত। তিনি একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক। তিনি প্রচুর হিন্দি এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। সঙ্গীতে তার বিশাল অবদানের স্বরূপ হিসেবে রহমান সাহেব পেয়েছেন একজোড়া অস্কার, একটি বাফটা পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব, চারটি ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড এবং ১৩ টি ফিল্মফেয়ার এওয়ার্ড। তার কাজের জন্যে তাকে ‘মাদ্রাজের মোজার্ট’ বলা হয়, এবং তার তামিল ভক্তরা তাকে ‘মিউজিকের ঝড়’ উপাধিতে ভূষিত করেন।