মাসখানেক আগে টলি দুনিয়ায় বিয়ের ধুম লেগেছিল। আর তখনই এমন একটি বিয়ে হয়, যা নিয়ে চর্চার শেষ নেই এখনো। এই বিবাহিত দম্পতির মধ্যে একজন বাঙালির পরিচিত কমেডি অভিনেতা ও বিধায়ক, অন্যজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু দুজনের গোপন কেমেস্ট্রি বেশ কয়েকবছর ধরেই নজর কেড়েছে নেটিজেনমহলে। তাদের প্রেম নিয়ে চর্চা হামেশাই হয়। যদিও এখন এই দুজন দাম্পত্যের সোহাগসাগরে গা ডুবিয়ে দিনযাপন করছেন। আজ্ঞে হ্যাঁ, কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের কথাই হচ্ছে।
বর্তমানে এই দুই তারকাকে নিয়ে আলোচনা সর্বত্র। সে সোশ্যাল মিডিয়া হোক বা মিমের দুনিয়া, শিব জায়গাতেই নানারূপে কাঞ্চন-শ্রীময়ী। আর সেটা হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু তো নয়। কারণ বিয়ের আগেই চরম ট্রোল হয়ে বিয়ের কার্ড লিখে সেই ট্রোলের জবাব দিয়েছিলেন তারাই। একইসঙ্গে নিজেদের আনন্দের মুহূর্তগুলো তারা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই ভাগ করে নিয়েছেন ভক্তদের কাছে। প্রেমের যে কোনো বয়স হয়না, তা দেখিয়ে দিয়েছেন কাঞ্চন ও শ্রীময়ীর জুটি। তাই দুজনের দুজনের কতটা কাছের মানুষ, তার আর জানতে বাকি নেই কেউই।
তবে কিছুদিন আগেই জানা গিয়েছিল যে শ্রীময়ী নাকি অসুস্থ। সেই নিয়েও বিস্তর চর্চার বাতাবরণ তৈরি হয়েছিল। একটি ভিডিওর মাধ্যমে শ্রীময়ী জানিয়েছিলেন, ‘শরীর ভাল নেই। তাই মা নিজের হাতে খাইয়ে দিচ্ছে, ছোটবেলার মতো।’ একইসময় তিনি জানান যে তিনি বাপের বাড়িতে রয়েছেন। টসি মায়ের কাছে অনেক আবদার করছেন বলেই শ্রীময়ী জানান। আর এই সুখ তিনি কারো সাথে ভাগ করতে চান না। তাই তাই ভিডিওতে শ্রীময়ীকে বলতে শোনা যায়, ‘নজর দেবেন না।’ তবে বাপের বাড়িতে মায়ের পর এবার স্বামীর সুখে বিভোর হলেন শ্রীময়ী।
View this post on Instagram
সম্প্রতি, নিজেদের বেডরুম থেকে একটি ভিডিও শ্যুট করে শেয়ার করেছেন শ্রীময়ী। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে রাত বারোটা পেরিয়ে গেলেও এখনো জেগে কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই। আর শ্রীময়ীর ঘুম আসছেন না বলেই নাকি বই খুলে গল্প পড়ে শোনাচ্ছেন কাঞ্চন মল্লিক। ভিডিও পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, ‘কী হচ্ছে? আমাকে গল্প পড়ে শোনাচ্ছে। রাত্রে যখন ঘুম আসে না, তখন গল্প পড়ে শোনায়।’ তবে শ্রীময়ী একা নন, সঙ্গে দিদির মেয়েরাও এই গল্পপাঠের আসরে শ্রোতা রূপে হাজির। তাই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘রাতে ঘুম আসছে না, তাই গল্পের বই পড়ে শোনাচ্ছে আমার মিস্টার মল্লিক।’ আর এভাবেই দাম্পত্য সুখের জোয়ারে ভাসছেন তারা।
View this post on Instagram