ভারতের ফ্যাশন দুনিয়ায় উরফি জাভেদ একটি জনপ্রিয় নাম। নিয়ম ভেঙে নানারকম পোশাকেও যে জনসমক্ষে এসে দাঁড়ানো যায়, তা বারবার প্রমাণিত করেছেন বি-টাউনের এই বহুল চর্চিত মডেল। বারংবার ‘ছকভাঙা’ পোশাকে অদ্ভুত সব অবতারে অবতীর্ণ হয়েছেন মুম্বইয়ের এই তরুণী। নানা মহল থেকে উঠে এসেছে নানা হুমকি, নানা কটাক্ষ, নানা প্রশ্নের বাণ। কিন্তু তাতে উরফির কি! তিনি নিজের মতোই থাকেন, স্বাধীনচেতা হয়েই ঘুরে বেড়ান পথে ঘাটে কিংবা লেন্সের সামনে।
সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই মডেল। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে প্রায়ই নানা রূপ ও অবতারে অনুরাগীদের ধরা দেন তিনি। নানা রকমারি স্টাইলিশ পোশাকেও যেমন তার দেখা মেলে, তেমনই আবার বিভিন্ন উদ্ভট পোশাকেও দেখা দেন তিনি। কিছুদিন আগেই ব্লেড কিংবা সেফটিপিন দিয়ে পোশাক বানিয়ে লেন্সবন্দি হয়েছিলেন তিনি। আবার ডাস্টবিনের প্লাস্টিক দিয়েও পোশাক তৈরি করতে জানেন তিনি। তবে পোশাক না পরেও তাকে দেখা গেছে একাধিকবার। কখনো গোপনাঙ্গে স্টিকার লাগিয়ে জনসমক্ষে আসেন তিনি, আবার কখনো খাবারের প্লেট ও পানীয়র গ্লাস দিয়েও ঢেকে নেন নিজের আব্রু। এককথায় পোশাকের ট্যাবু ভাঙতে তিনি বেশ পটু।
তবে এবার এক নতুন উরফির আবির্ভাব ঘটেছে সামাজিক মাধ্যমে। উরফির মতোই পোশাক পরে ভিডিও বানাতে দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি লাখ লাখ মানুষ দেখেছেন। আর তার মধ্যে অনেকেই মন্তব্য করেছেন কটাক্ষ করেই। তার কারণ হল উদ্ভট পোশাক। এই ভিডিওতে যাকে দেখা গেছে সে একটি মাদুরকে নিজের শরীরে নানাভাবে দাঁড়িয়ে র্যাম্প ওয়াক করছে। তবে মাদুর ছাড়া তার শরীরে যে আর সুতোর লেশমাত্র নেই, তা বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে।
তবে এই ভিডিওতে থাকা মানুষটি কোনো মহিলা নয়। সে একজন পুরুষ। বলা ভালো, এক যুবক। এই যুবকের নাম তরুণ নায়েক। সে ইনস্টাগ্রামের এক পরিচিত মুখ। কারণ অনেকদিন ধরেই তিনি সামাজিক মাধ্যমে এমন মজার মজার ভিডিও বানিয়ে আসছেন। তবে সম্প্রতি, এই যুবক চর্চায় এসেছেন মুম্বইয়ের মডেল উরফি জাভেদকে নকল করেই। তার মতোই উদ্ভট কিছু জিনিসকে পোশাক হিসেবে শরীরে জড়িয়ে ভিডিও বানিয়েছেন তিনি। এমন বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এবার সেই তালিকায় জুড়ে গেল এই ভিডিওটিও।