দেশের অন্যতম জনপ্রিয় এবং প্রাচীন ও বিখ্যাত অ্যাওয়ার্ড হল ‘ফিল্মফেয়ার’। মুম্বইয়ের বহু বছর আগে থেকেই ফিল্মফেয়ার অনুষ্ঠিত হয়। আর এই বিশেষ পুরস্কারের ট্রফি হিসেবে ‘ব্ল্যাক লেডি’কে হাতে তুলে নেওয়ার স্বপ্ন দেখেন ইন্ডাস্ট্রির প্রত্যেকেই। অভিনয়ের দক্ষতা, সাবলীলতা ও কাজের নৈপুণ্য বিচার করেই এই পুরস্কার তুলে দেওয়া হয় অভিনেতা-অভিনেত্রী থেকে পরিচালক, স্ক্রিপ্ট লেখক ও গায়কদের। বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে এই পুরস্কার প্রদান করা হয়। তাই বছরের এই জানুয়ারি মাসের দিকেই তাকিয়ে থাকেন কমবেশি সকলেই।
আর এবার অল্পের জন্য এই ফিল্মফেয়ার পুরস্কার হাতছাড়া হল মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ভূমিপুত্র তথা দেশের সর্বাধিক জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিংয়ের। যদিও তার ভক্তদের আশা ছিল এবছর এই খেতাব ফের জিতবেন অরিজিৎ। কারণ গত বছর ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ‘কেশরিয়া’ গানের জন্য তার হাতেই সেরা প্লেব্যাক গায়কের জন্য উঠেছিল ব্ল্যাক লেডির সম্মান। আর এবারেও সেই আশা চরমে পৌঁছায় যখন অরিজিৎ সিংয়ের গাওয়া ‘ডাঙ্কি’ সিনেমার ‘লুট পুট গায়া’ এবং ‘অ্যানিম্যাল’ সিনেমার ‘সতরঙ্গা’ গান দুটি ফিল্মফেয়ারের নমিনেশন পেয়েছিল।
তবে রবিবার রাতে স্বপ্নভঙ্গ হল অরিজিৎ ভক্তদের। কারণ ৮ বার এই খেতাব জয় করে কিশোর কুমারের রেকর্ড ভাঙতে পারলেন না বাংলার এই গায়ক। এবার ফিল্মফেয়ার খেতাবের ব্ল্যাক লেডি উঠলো ভূপিন্দর বাব্বলের হাতে। তিনি এবার ‘অ্যানিম্যাল’ ছবির ‘আরজন ভ্যালি’ গানের জন্য এই খেতাব জিতলেন। যদিও এবার সেরা গায়ক হওয়ার নমিনেশন পেয়েছিলেন একাধিক গায়ক। এই তালিকায় ‘ডাঙ্কি’ সিনেমার ‘নিকলে থে কভি হাম ঘরসে’ গানের জন্য ছিলেন সোনু নিগম, ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ সিনেমার ‘কুদময়ি’ গানের জন্য ছিলেন শাহিদ মালিয়া, এবং ‘যারা হটকে যারা বাঁচকে’ সিনেমার ‘তেরে ওয়াসতে’ গানের জন্য ছিলেন বরুণ জৈন,সচিন-যিগর, শাবাদ ফারিদি ও আতামাস ফারিদি।
তবে তাদের সবাইকে পিছনে ফেলে এই খেতাব জিতে নিলেন ভূপিন্দর বাব্বল। এছাড়াও গানের জগতে একাধিক খেতাব এল রবিবারের রঙিন রাতে। এদিন সেরা গায়িকা হিসেবে এই সম্মান পেলেন শিল্পা রাও। তিনি ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানটি গেয়ে পেলেন এই সম্মান। এছাড়াও ‘অ্যানিম্যাল’ সিনেমা সেরা মিউজিক অ্যালবাম খেতাব পেল। সেরা গীতিকার হিসেবে এই সম্মান পেলেন অমিতাভ ভট্টাচার্য, উঠতি মিউজিক প্রতিভা তথা আরডি বর্মন অ্য়াওয়ার্ড পেলেন শ্রেয়াস পুরানিক। সেরা ব্যাকগ্রাউন্ড স্কোরার হিসেবে ব্ল্যাক লেডি পেলেন সঞ্চিত বালহারা এবং অঙ্কিত বালহারা।