বর্তমানে বাংলা টেলি-জগতে চলছে ধারাবাহিক বন্ধের হিড়িক। টিআরপি তালিকায় ভালো পারফর্ম করতে না পারলেই নির্মাতারা বন্ধ করে দিচ্ছেন সেইসব বাংলা মেগা। এখন খুব কম ধারাবাহিক বছরের পর বছর টানা চলে। কোনো ধারাবাহিক ৬ মাসের মাথায়, কোনো ধারাবাহিক ৮ মাসের মাথায় বন্ধ হয়ে যায়। সম্প্রতি বেশ কিছু ধারাবাহিক শেষ হয়েছে টিভি পর্দায় না চ্যানেলে। আবার সেই সঙ্গে স্লট সম্পুর্ন করতে অনেক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। অর্থাৎ, আগের মতো আর দীর্ঘদিন ধরে কোনো ধারাবাহিক তেমন চলেনা।
আর বর্তমান বাংলা টেলিভিশন দুনিয়ার নজরকাড়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী অন্বেষা হাজরা। বিগত কয়েকবছর ধরেই তিনি দক্ষতার সঙ্গে কাজ করছেন ছোট পর্দার ইন্ডাস্ট্রিতে। ২০১৭ শালে ‘কাজললতা’ ধারাবাহিকের হাত ধরে এই দুনিয়ায় পা রাখেন অন্বেষা। তারপর ‘চুনি-পান্না’ সিরিয়ালে ‘চুনি’র চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী অন্বেষা। এরপর ২০২১ সালও ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র ঊর্মির ভূমিকায় দেখা গেছে তাকে। ব্যস, তারপর আর ফিরে তাকাতে হয়নি অন্বেষাকে।
যদিও ২০২২ সালেই শেষ হয় ‘এই পথ যদি না শেষ হয়’-এর পথ চলা, তাই এই ধারাবাহিক যেন দর্শকদের মনে দাগ কেটে গেছে ভীষণভাবে। সেই কারণেই এখনো অনেকের স্মৃতিতে সজীব হয়ে রয়েছে উর্মি ও সাত্যকীর কেমিস্ট্রি। ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের নায়কের চরিত্রের নাম ছিল সাত্যকী। এই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ঋত্বিক মুখার্জী। তবে ফের কানাঘুষো শোনা যাচ্ছে যে এই জুটিকে ফের টিভি পর্দায় দেখতে পাবেন দর্শকরা। অর্থাৎ, উর্মি ও সাত্যকীর কেমিস্ট্রি ফের একবার প্রেম ফিরে পাবে টেলি পর্দায়।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ার একটি পোস্টকে ঘিরে শোরগোল পড়েছে দর্শকদের মধ্যে। কারণ তাদের দুজনের একটি ছবি শেয়ার করে লেখা হয়েছে যে নতুন কিছু অশ্বহে। আর এখানেই ও একেই মনে করছেন জর এই জুটি ফেটে একবার অন্য সিরিয়ালে অভিনয় করতে পারেন একসাথে। উল্লেখ্য, বর্তমানে ঋত্বিক যেমন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মন দিতে চাই’তে সোমরাজের চরিত্রে অভিনয় করছেন, তেমনই কিছুদিন আগে অন্বেষার স্টার জলসার ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’ শেষ হয়েছে। তাই এখন বড় খবর এলেও যে কিছু আসতে পারে, তা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে।